হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে বাড়ি দখলে নিতে বের করে দেওয়া হলো সন্তানসহ গৃহবধূকে

গাজীপুরের শ্রীপুরে এক নারীকে সন্তানসহ বাড়ি থেকে বের করে প্রধান ফটকে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। ওই নারীর স্বামী ঢাকায় থাকার সুযোগে বাড়ি দখলে নিতে গতকাল মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটানো হয়। পরে দুই শিশুসন্তান ও ছোট এক বোনকে নিয়ে বাড়ির সামনে অবস্থান নেওয়া ওই নারীকে মধ্যরাতে এক প্রতিবেশী তাঁদের বাড়ি নিয়ে যান।

গতকাল মঙ্গলবার শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বেড়াইদেরচালা গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী আয়েশা আক্তার (২৮) ওই গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী। অভিযুক্ত আফির উদ্দিন একই গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী আয়েশা আক্তার বলেন, ‘আমি দুই বছর ধরে এই বাড়িতে বাস করছি। এই জমি বন বিভাগের গেজেটভুক্ত। হঠাৎ স্থানীয় আফির উদ্দিন লোকজন নিয়ে এসে আমাকে মারধর করে ঘর থেকে বের করে দেয়। আমার বাড়ির আসবাব লুটপাট করে প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়। আমার স্বামী ঢাকায় থাকার সুযোগে জবরদস্তি করে বাড়ি দখল করে নেয়। আমি দিনভর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও স্থানীয়দের কাছে গিয়েও কোনো সমাধান পাইনি। কাউকে পাশে না পেয়ে খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছি। তারা আমার ওপর নজরদারি করছে। আমি খুবই আতঙ্কে আছি।’

খবর পেয়ে গতকাল রাত সাড়ে ৯টার দিকে সরেজমিন দেখা যায়, বাড়ির সামনে একটি কাপড় বিছিয়ে দুই শিশুকন্যা আর ছোট এক বোনকে নিয়ে আয়েশা আক্তার বসে আছেন। দখলকারীদের একটি দল আশপাশে পাহারা দিচ্ছে যাতে তালা ভেঙে তিনি আবার ঘরে ঢুকতে না পারেন। পরে রাত ১টার দিকে এক প্রতিবেশী ওই নারীকে বুঝিয়ে তাঁদের বাড়ি নিয়ে যান।

তবে এ বিষয়ে অভিযুক্ত আফির উদ্দিন বলেন, ‘আমি একজনের কাছ থেকে দানস্বত্ব দলিল মূলে এই বাড়ি কিনেছি।’ সরকারি বনভূমি কীভাবে কিনলেন জানতে চাইলে তিনি কোনো জবাব দেননি।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) শামীম আক্তার বলেন, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।’

এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ আজকের পত্রিকাকে বলেন, কাউকে তাঁর ঘর থেকে বের করে দেওয়া অমানবিক কাজ। বিষয়টি সমাধানের জন্য দুপক্ষকে ডাকা হয়েছে।

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ, মিরপুরে দোকানি আহত

টঙ্গীতে বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই, আহত ২

দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় ময়লার গাড়ির চালক কারাগারে

র‍্যাবের পোশাকে ডাকাতির নাটক করে লাখ টাকা লুট, গ্রেপ্তার ৬

কেরানীগঞ্জে সাড়ে ১১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে

কেন্দ্রীয় কারাগারে বন্দীর ঢামেকে মৃত্যু

১০ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জের মার্কেটের আগুন

আমরা প্রাইম টার্গেটকে খুঁজছি: ডিএমপি কমিশনার

মতিঝিলে ছিনতাইকারীর কবলে ইডেনের ছাত্রী