হোম > সারা দেশ > ঢাকা

নিলয় হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামির সাজা কমে যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সিরাজগঞ্জের শিশু আশিকুর রহমান নিলয় হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আপিল বিভাগ। সেই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। আসামিরা হলেন–এরশাদ আলী, আবুল কালাম, আশরাফুল ইসলাম ওরফে কানা রিন্টু ও নুর মোহাম্মদ ওরফে কালা চোর ওরফে কালা ডাকাত। বুধবার আপিল বিভাগ এই রায় দেন।

আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী সারোয়ার আহমেদ ও খবির উদ্দিন ভূঁইয়া। তাদের সহযোগিতা করেন মো. আসাদ উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। আইনজীবী আসাদ উদ্দিন জানান, ২০০৬ সালের ১২ জানুয়ারি সিরাজগঞ্জের সলঙ্গা থানার ভরমোহনী গ্রামের আব্দুল হালিমের ৯ বছর বয়সী ছেলে আশিকুর রহমান নিলয়কে অপহরণ করা হয়। অপহরণকারীরা ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে ৭০ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে ফেরত দেওয়ার কথা ঠিক হয়। কিন্তু শেষ পর্যন্ত ছেলেকে ফেরত না পেয়ে পরদিন আব্দুল হালিম থানায় এজাহার দায়ের করেন।

পুলিশ ৪ আসামিকে গ্রেপ্তার করলে তাদের দেওয়া তথ্য অনুযায়ী ১৪ জানুয়ারি সেফটি ট্যাংকের ভেতর থেকে শিশু নিলয়ের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়। তদন্ত শেষে পুলিশ ২০০৬ সালের ১৪ এপ্রিল চার্জশিট দাখিল করে। বিচার শেষে ২০০৭ সালের ১৫ নভেম্বর আদালত ৪ জনকে মৃত্যুদণ্ড দেন। পরে মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলাটি হাইকোর্টে আসে। আর চার আসামির একজন নিয়মিত আপিল এবং বাকি তিনজন জেল আপিল দায়ের করেন। আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শেষে হাইকোর্ট বিচারিক আদালতের রায় বহাল রাখেন। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে একজন নিয়মিত আপিল এবং তিনজন জেল আপিল দায়ের করেন। 

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে