হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

পায়ে হেঁটে রাজধানীর পথে কর্মজীবী সাধারণ মানুষ 

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ঢাকা-ট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশে গাড়ি কম থাকায় পায়ে হেঁটে কর্মস্থলে যাচ্ছে সাধারণ মানুষ। আজ শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় থেকে সাইনবোর্ড এলাকা পর্যন্ত এমন চিত্র দেখা যায়।

সড়কে আজকের পত্রিকার এই প্রতিনিধির সঙ্গে কথা হয় নাদিমুল ইসলাম নামের বেসরকারি অফিসের এক কর্মকর্তার। তিনি বলেন, ‘আমরা সাধারণ মানুষ পড়েছি বিপদে। আরেকজনের চাকরি করি, এই পরিস্থিতিতে অফিসে না গেলেও বেতন কাটবে। অফিসকে জানাইলাম, সড়কে অনেক পুলিশ, গাড়ি নাই, কীভাবে আসব? তার পরেও অফিস থেকে বলছে যেকোনো উপায়ে আসতে, না হলে বেতন কেটে দেওয়া হবে।’

নাম না প্রকাশ করার শর্তে একজন নারী পোশাককর্মী আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে ৭টা থেকে গাড়ির জন্য অপেক্ষা করতেছি, কিন্তু এখনো কোনো গাড়ি পাই নাই। এখন কী করমু, পেটের দায়ে চাকরি বাঁচাতে হলে তো আমার যাওয়াই লাগব। অফিসে কি আমাগো গরিব মানুষের কথা বুঝব? এমনিতেই দেরি হইয়া গেছে, এখন অফিসে পায়ে হাঁইটা যাইতে ৪৫ মিনিট সময় লাগব।’

ওই নারী আরও বলেন, ‘এখন অফিসে ঢুকলে উপস্থিত লেট দেখাইব। তখনই তো জরিমানা হইয়া যাইব। এখন না গেলে তো পুরাই কাইট্টা দিব। এখন যা-ও একটু পামু, তখন তা-ও পাইতাম না।’

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ‘সকাল থেকে সড়কে গাড়ির চাপ কম রয়েছে, তাই অনেক মানুষ হেঁটেই যাঁর যাঁর কর্মস্থলে যাচ্ছেন।’

ওসি আরও বলেন, ‘আমরা কাউকে কোথাও যেতে বাধা দিইনি। সন্দেহ হলে পুলিশ তাঁকে তল্লাশি করে ছেড়ে দিচ্ছে।’

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে