বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ঢাকা-ট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশে গাড়ি কম থাকায় পায়ে হেঁটে কর্মস্থলে যাচ্ছে সাধারণ মানুষ। আজ শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় থেকে সাইনবোর্ড এলাকা পর্যন্ত এমন চিত্র দেখা যায়।
সড়কে আজকের পত্রিকার এই প্রতিনিধির সঙ্গে কথা হয় নাদিমুল ইসলাম নামের বেসরকারি অফিসের এক কর্মকর্তার। তিনি বলেন, ‘আমরা সাধারণ মানুষ পড়েছি বিপদে। আরেকজনের চাকরি করি, এই পরিস্থিতিতে অফিসে না গেলেও বেতন কাটবে। অফিসকে জানাইলাম, সড়কে অনেক পুলিশ, গাড়ি নাই, কীভাবে আসব? তার পরেও অফিস থেকে বলছে যেকোনো উপায়ে আসতে, না হলে বেতন কেটে দেওয়া হবে।’
নাম না প্রকাশ করার শর্তে একজন নারী পোশাককর্মী আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে ৭টা থেকে গাড়ির জন্য অপেক্ষা করতেছি, কিন্তু এখনো কোনো গাড়ি পাই নাই। এখন কী করমু, পেটের দায়ে চাকরি বাঁচাতে হলে তো আমার যাওয়াই লাগব। অফিসে কি আমাগো গরিব মানুষের কথা বুঝব? এমনিতেই দেরি হইয়া গেছে, এখন অফিসে পায়ে হাঁইটা যাইতে ৪৫ মিনিট সময় লাগব।’
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ‘সকাল থেকে সড়কে গাড়ির চাপ কম রয়েছে, তাই অনেক মানুষ হেঁটেই যাঁর যাঁর কর্মস্থলে যাচ্ছেন।’
ওসি আরও বলেন, ‘আমরা কাউকে কোথাও যেতে বাধা দিইনি। সন্দেহ হলে পুলিশ তাঁকে তল্লাশি করে ছেড়ে দিচ্ছে।’