হোম > সারা দেশ > ঢাকা

অপরিকল্পিত উন্নয়নে ক্ষতির মুখে উপকূলের কৃষি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকারের অপরিকল্পিত উন্নয়নের কারণে ক্ষতির মুখে পড়ছে উপকূলের কৃষি ও মৎস্য খাত। পরিবেশ বিধ্বংসী বড় বড় প্রকল্পে কৃষি জমিতে নেতিবাচক প্রভাব পড়ছে। নদীতে কমে গেছে মাছের পরিমাণ। এতে উপকূলের অনেক মানুষ জীবন-জীবিকা হারিয়ে সর্ব শান্ত হচ্ছে।

আজ মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘উপকূলের কৃষি ও মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়নে করণীয়’-শীর্ষক সভায় উপস্থাপিত গবেষণা প্রতিবেদনে এসব তথ্য ওঠে আসে। সভার আয়োজন করে পরিবেশবাদী সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’ এবং ‘ওয়াটারকিপার্স বাংলাদেশ’।

আলোচনা সভায় পায়রা বন্দর এবং পটুয়াখালী পাওয়ার প্ল্যান্টের কারণে কৃষি ও মৎস্য খাতে কেমন প্রভাব পড়েছে তার গবেষণালব্ধ তথ্য তুলে ধরা হয়। নদীর ইলিশের ওপর ফলাফল উপস্থাপন করেন ওয়াটারকিপার্স বাংলাদেশের গবেষণা প্রধান মো. ইকবাল ফারুক, তরমুজ চাষে প্রভাব তুলে ধরেন কৃষিবিদ রফিকুল ইসলাম এবং সার্বিক কৃষির ওপর ক্ষতিকর প্রভাব তুলে ধরেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আশিকুর রহমান।

পৃথক তিনটি গবেষণায় দেখা গেছে, পায়রা বন্দরে বড় বড় জাহাজ চলাচলের কারণে নদীতে ইলিশের পরিমাণ কমে গেছে। জেলেরা আগের মতো মাছ পাচ্ছেন না। পটুয়াখালী পাওয়ার প্ল্যান্টের কারণে নদীর পানির গুণগতমান কমে গেছে। কৃষি জমিতে তরমুজের ফলন অনেক কমে গেছে। নতুন রোগবালাইয়ে ক্ষতির মুখে পড়ছেন চাষিরা। পাওয়ার প্ল্যান্টের আশপাশ এলাকায় গাছের পাতার ওপর কালো বর্জ্যের আস্তরণ পড়ছে। এতে সামগ্রিকভাবে ওই অঞ্চলের মানুষের স্বাস্থ্যঝুঁকিও তৈরি হচ্ছে।

ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল বলেন, অপরিকল্পিত মেগা প্রকল্পগুলো উপকূলের মানুষের জন্য বিপদ ডেকে আনছে। এটার কারণে মানুষের জীবন-জীবিকার ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। সরকারের উচিত পরিবেশ সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।

ব্রতী সমাজ কল্যাণ সংস্থার প্রধান নির্বাহী শারমিন মুরশিদ বলেন, ‘আমাদের উন্নয়নে লাভ কতটুকু আর ক্ষতি কতটুকু এটা বিশ্লেষণ জরুরি। কারণ উন্নয়নের নামে মানুষের জীবনযাত্রা ব্যাহত করা ঠিক নয়।’

পরিবেশের সুরক্ষায় সরকার কাজ করছে জানিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার বলেন, ‘সরকার কাজ করছে, বরাদ্দ দিচ্ছে। বরাদ্দের বড় অংশ কেউ পকেটে ভরলে সরকারের কী করার থাকে। অনেক সরকারি কর্মকর্তা দায়িত্বকালীন পকেট ভরে, চাকরি শেষে মঞ্চে ওঠে সরকারের সমালোচনা করে ভালো মানুষ সাজে।’

ধরা’র সহ-আহ্বায়ক এম. এস সিদ্দিকীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ধরা’র উপদেষ্টামণ্ডলীর সদস্য ঢাকা আর্চ ডায়োসিসের আর্চবিশপ বিজয় নিসফরাস ডি’ক্রুজ, উপকূল রক্ষায় আমরা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র, সুন্দরবন রক্ষায় আমরা আন্দোলনের সমন্বয়ক নূর আলম শেখ প্রমুখ।

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯