হোম > সারা দেশ > ঢাকা

বুয়েটের দুই ছাত্র-ছাত্রী পুড়ে মরল বেইলি রোডের আগুনে

ঢাবি প্রতিনিধি

রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুই শিক্ষার্থী রয়েছেন। তাঁরা হলেন তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের ২২তম ব্যাচের শিক্ষার্থী নাহিয়ান আমিন এবং একই ব্যাচের যন্ত্রকৌশল বিভাগের লামিশা ইসলাম। গতকাল বৃহস্পতিবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আজ শুক্রবার সকালে বুয়েটের দুই শিক্ষার্থীর লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে আজ ভোর ৫টা ৩০ মিনিটে বুয়েটের কেন্দ্রীয় মসজিদের সামনে নাহিয়ান আমিনের জানাজা অনুষ্ঠিত হয়। বুয়েট ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, ‘বেইলি রোডে বহুতল ভবনে আগুনে আমাদের দুজন শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন। সার্বিক বিষয়ে আমরা সার্বক্ষণিক খোঁজ রাখছি। দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

নাহিয়ান আমিনের বন্ধু তাসমিনুল ফেসবুকে লিখেছেন, ‘বিশ্বাস করতে পারছি না। আসলে আমি বিশ্বাস করতে চাইছি না, আমার প্রাণের বন্ধু আমিন আর নেই।’

নিহত লামিশার বন্ধু ইফরাত জাহান প্রভা লেখেন, ‘কেন এটা লামিশাকেই হতে হলো? ভালো মানুষগুলোর সঙ্গেই কেন এমন হয়? ওর মিষ্টি হাসি, কাজের প্রতি নিবেদন, সরলতা সবই ভাবাচ্ছে।’

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া আজকের পত্রিকাকে বলেন, বুয়েটের দুজন শিক্ষার্থীর পরিবারের লোকজন এসেছিলেন। তাঁদের কাছে সকালে লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে।

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত