হোম > সারা দেশ > ঢাকা

ইউএসএআইডি আয়োজিত ‘চ্যালেঞ্জ’ প্রতিযোগিতার আবেদনগ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের বিভিন্ন মানবিক সংকট নিরসনে উদ্ভাবক, উদ্যোক্তা ও বিভিন্ন মানবিক সংস্থাকে নিয়ে ইউএসএআইডি (USAID) একটি নতুন চ্যালেঞ্জ প্রতিযোগিতা শুরু করতে যাচ্ছে। বর্তমান সময়ে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন মানবিক সমস্যার উদ্ভাবনী, সময়োপযোগী ও স্থানীয় সমাধানগুলো বাস্তবায়নে সহযোগিতা করতে এই বিশেষ প্রতিযোগিতাটির আয়োজন করা হচ্ছে। অংশগ্রহণকারীদের আবেদনের জন্যে একটি পোর্টাল চালু করা হয়েছে। 

বাংলাদেশের মানবিক উদ্ভাবকদের জন্য একটি শক্তিশালী সহায়তা কাঠামো তৈরি করে বিভিন্ন প্রতিকুলতা কাটিয়ে তাদের উদ্যোগ এবং উদ্ভাবনগুলোকে বাস্তবায়নে সাহায্য করাই এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। উল্লেখ্য ‘এক্সেলেরেটিং ইনোভেশন ফর রেজিলিয়েন্স’ প্রকল্পের অংশ এটি, যা উদ্বোধন করা হয় গত ২০ জুন। প্রতিযোগিতাটির আয়োজনে কাজ করছে মার্কিন প্রতিষ্ঠান গ্লোবাল নলেজ ইনিশিয়েটিভ, সহযোগিতায় থাকছে গ্লোবাল ইনকিউবেটর এবং পরামর্শদাতা সংস্থা স্প্রিং একটিভেটর। 

প্রকল্পটিতে তিন লাখ মার্কিন ডলার প্রতিযোগীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহনকারীরা আর্থিক সহায়তার পাশাপাশি প্রশিক্ষণ, নেটওয়ার্কিং, পরিচালনামূলক সহায়তা এবং অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বিত কার্যক্রম গ্রহণের সুযোগ পাবে। এছাড়াও বিভিন্ন দেশ-বিদেশে বিনিয়োগকারী সংস্থা, গবেষক ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত হয়ে কাজ করার সুযোগ পাবে তারা। 

এই প্রতিযোগিতার মাধ্যমে প্রতিযোগিরা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বিভিন্ন মানবিক সংকট ও জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ন্ত্রণে কিছু দীর্ঘস্থায়ী ও টেকসই সমাধান তুলে ধরতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে। আগ্রহীকে আগামী ২০ আগস্টের মধ্যে আবেদন করতে হবে। চ্যালেঞ্জ প্রতিযোগিতার বিষয়ে আরও তথ্যের জন্য দেখুন

আবেদন জমা দিতে ক্লিক করুন। 

এক্সেলেরেটিং ইনোভেশন ফর রেজিলিয়েন্স (AI4 Resilience) সম্পর্কে আরও তথ্য এবং যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন ai4resilience_info@gkinitiative.org

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট