হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে জমিসংক্রান্ত বিরোধে হাতুড়িপেটা করে হত্যা

কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি 

হাতুড়িপেটার শিকার মো. ইসমাইল পালোয়ানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের কালীগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে হাতুড়িপেটা করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকালে পৌরসভার দুর্বাটি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. ইসমাইল পালোয়ান (৪৬)। তিনি দুর্বাটির মৃত আলাল উদ্দিন পালোয়ানের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে মো. নবীল হোসেন পালোয়ান নামের একজনকে আটক করেছে পুলিশ। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন।

স্থানীয় বাসিন্দারা জানান, আজ সকালে ইসমাইল, তাঁর বড় ভাই মো. দুলাল পালোয়ান ও ছোট ভাই আলামিন পালোয়ান বিরোধপূর্ণ জমি থেকে ধান কাটতে যান। সেখানে চাচাতো ভাই গোলজার হোসেন পালোয়ান, তোফাজ্জল হোসেন পালোয়ান, নবীল হোসেন পালোয়ান ও নবীলের ছেলে সুফল হোসেন তাঁদের ওপর হাতুড়িসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেন। এ সময় হামলাকারীদের আঘাতে ইসমাইল মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক খালেদা নুসরাত জানান, দুপুর ১২টার পর রক্তাক্ত অবস্থায় ইসমাইলকে হাসপাতালে আনা হয়। পরে পরীক্ষা–নিরীক্ষা করে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।

ওসি আলাউদ্দিন এলাকাবাসীর বরাতে জানান, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে গ্রাম্য সালিসের মাধ্যমে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। পরে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।

হত্যার বিষয়ে ওসি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট