হলের বন্ধ দোকান, খাবারের মান বৃদ্ধি করা, মশার উৎপাত, লিফট বিড়ম্বনাসহ বিভিন্ন অব্যবস্থাপনা নিয়ে কথা বলার পরেও শিক্ষার্থীদের যৌক্তিক দাবির বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ না করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের প্রাধ্যক্ষকে মৃত ঘোষণা করে শোক সংবাদ বিজ্ঞপ্তি ছাপানো হয়েছে।
সরেজমিনে দেখা যায়, হলের দেয়ালে দেয়ালে প্রাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মকবুল হোসেন ভূঁইয়াকে মৃত ঘোষণা করে ছবিসহ বিজ্ঞপ্তি সাঁটিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
হলের একাধিক শিক্ষার্থীর সঙ্গে এ বিষয়ে কথা হয়। তাঁরা বলেন, ‘আমাদের হলে বিদ্যমান অনেক সমস্যা রয়েছে, যেগুলো হল প্রাধ্যক্ষের নজরে আনার পরেও কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না। তাই সাধারণ শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে এ কাজ করেছেন।’
এ বিষয়ে অধ্যাপক মোহাম্মদ মকবুল হোসেন ভূঁইয়া বলেন, ‘যে শিক্ষার্থীরা এ কাজ করেছে, আমরা তাদের খুঁজছি। কেন তারা এ কাজ করল! আমি নিয়মিত হল পরিদর্শন করি। হলের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’ শিক্ষার্থীদের এ কাজ অসম্মানজনক ও অপরাধের শামিল বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে ২০২১ সালের ২৮ নভেম্বর অধ্যাপক মোহাম্মদ মকবুল হোসেন ভূঁইয়া ‘নিখোঁজ’ এমন একটি বিজ্ঞপ্তি ছেয়ে গিয়েছিল সারা ক্যাম্পাস।