হোম > সারা দেশ > শরীয়তপুর

শরীয়তপুরে আগুনে পুড়ে ভাই-বোনের মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি

একটি টিনের ঘরের খাটের ওপর ঘুমাচ্ছিল তিন ভাই-বোন। মা পাশের ঘরে তারাবি নামাজ পড়ছিলেন। হঠাৎ ঘরটিতে আগুন ধরে গেলে তাতে দগ্ধ হয় তিন ভাই-বোন। তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে, পরে সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে গভীর রাতে মৃত্যু হয় এক ভাই ও এক বোনের। 

গতকাল সোমবার রাত ১০টার দিকে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর ইউনিয়নের আশ্রাফ আলী ব্যাপারীকান্দি গ্রামে এই অগ্নিকাণ্ড ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার। তিনি বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে। 

নিহত দুই ভাই-বোন হলো আরাফাত (১০) ও সামীয়া (১৪)। তারা ওই গ্রামের অটো রিকশাচালক মনসুর ঢালীর সন্তান। 

সখীপুর থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার আকের পত্রিকাকে জানান, আশ্রাফ আলী ব্যাপারীকান্দি গ্রামের বাসিন্দা অটো রিকশাচালক মনসুর ঢালীর তিন ছেলেমেয়ে মীম (১৪), সামীয়া (১২) ও আরাফাত (১০) একটি ঘরে ঘুমাচ্ছিল। হঠাৎ ওই ঘরে অগ্নিকাণ্ড ঘটে। এতে তিন শিশু দগ্ধ হলে তাদের ঢাকায় নেওয়ার পথে রাত ৩টার দিকে শিশু সামীয়া ও আরাফাত মারা যায়। মীমকে ঢাকা শেখ হাসিনা বার্ন হাসপাতালে ভর্তি করা হয়ে। 

ওসি আরও জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল