হোম > সারা দেশ > শরীয়তপুর

শরীয়তপুরে আগুনে পুড়ে ভাই-বোনের মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি

একটি টিনের ঘরের খাটের ওপর ঘুমাচ্ছিল তিন ভাই-বোন। মা পাশের ঘরে তারাবি নামাজ পড়ছিলেন। হঠাৎ ঘরটিতে আগুন ধরে গেলে তাতে দগ্ধ হয় তিন ভাই-বোন। তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে, পরে সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে গভীর রাতে মৃত্যু হয় এক ভাই ও এক বোনের। 

গতকাল সোমবার রাত ১০টার দিকে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর ইউনিয়নের আশ্রাফ আলী ব্যাপারীকান্দি গ্রামে এই অগ্নিকাণ্ড ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার। তিনি বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে। 

নিহত দুই ভাই-বোন হলো আরাফাত (১০) ও সামীয়া (১৪)। তারা ওই গ্রামের অটো রিকশাচালক মনসুর ঢালীর সন্তান। 

সখীপুর থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার আকের পত্রিকাকে জানান, আশ্রাফ আলী ব্যাপারীকান্দি গ্রামের বাসিন্দা অটো রিকশাচালক মনসুর ঢালীর তিন ছেলেমেয়ে মীম (১৪), সামীয়া (১২) ও আরাফাত (১০) একটি ঘরে ঘুমাচ্ছিল। হঠাৎ ওই ঘরে অগ্নিকাণ্ড ঘটে। এতে তিন শিশু দগ্ধ হলে তাদের ঢাকায় নেওয়ার পথে রাত ৩টার দিকে শিশু সামীয়া ও আরাফাত মারা যায়। মীমকে ঢাকা শেখ হাসিনা বার্ন হাসপাতালে ভর্তি করা হয়ে। 

ওসি আরও জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ