হোম > সারা দেশ > ঢাকা

ভাঙ্গায় বাড়ির কেয়ারটেকারের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

ফরিদপুরের ভাঙ্গায় হাত-পা বাঁধা অবস্থায় ওহাব মাতুব্বর (৭০) নামের এক কেয়ারটেকারের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আলেখারকান্দা গ্রামের মৃত চিকিৎসক জালাল উদ্দিনের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ওহাব মাতুব্বরের বাড়ি পার্শ্ববর্তী তুজারপুর গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে এই বাড়িতে কেয়ারটেকারের দায়িত্বে ছিলেন।

সহকারী পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. আসিফ ইকবাল গতকাল রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই গ্রামের বাসিন্দা চিকিৎসক জালাল উদ্দিন দীর্ঘদিন আগে মারা গেছেন। তাঁর স্ত্রী ও তিন মেয়ে ঢাকায় বসবাস করেন। গ্রামের বাড়ি দেখাশোনার জন্য কেয়ারটেকারের দায়িত্ব পালন করতেন ওহাব মাতুব্বর। মাঝেমধ্যে ওই চিকিৎসকের স্ত্রী ও মেয়েরা বাড়িতে বেড়াতে আসেন।

আসিফ ইকবাল আরও বলেন, ‘গতকাল বুধবার রাত ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই বাড়ির দ্বিতীয়তলার ছাদে ওঠার দরজার পাশে পড়ে থাকা অবস্থায় ওহাব মাতুব্বরের লাশ উদ্ধার করি। সিআইডির একটি দলও ঘটনাস্থলে ছিল। কারা এবং কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।’

এ নিয়ে জেলায় গত এক সপ্তাহে খুন হওয়া চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার