হোম > সারা দেশ > ঢাকা

ধলেশ্বরীতে অস্ত্র নিয়ে মহড়া ও অশ্লীল নৃত্য ‘ডেঞ্জার গ্যাংয়ের’, আটক ১৫

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি  

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীতে ট্রলার নিয়ে দেশীয় অস্ত্রের মহড়া ও অশ্লীল নৃত্যের অভিযোগে আটক ‘ডেঞ্জার গ্যাংয়ের’ সদস্যা। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীতে ট্রলার নিয়ে দেশীয় অস্ত্রের মহড়া ও অশ্লীল নৃত্যের অভিযোগে ১৫ কিশোর ও যুবককে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে রামদা, ছুরি, চাইনিজ কুড়াল, হকিস্টিক ও পাইপ জব্দ করা হয়।

আটক কিশোর, যুবকেরা ‘ডেঞ্জার গ্যাং’ নামের একটি অপরাধী চক্রের সদস্য বলে অভিযোগ রয়েছে। তাঁদের কাছ থেকে ‘ডেঞ্জার গ্যাং’ লেখা একই রঙের দুটি গেঞ্জি জব্দ করা হয়।

গতকাল বুধবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল এই অভিযান চালায়। প্রথমে কেরানীগঞ্জ-নবাবগঞ্জ সড়কের তুলসীখালী সেতুর নিচ থেকে ১৩ জনকে এবং পরে নবাবগঞ্জের দৌলতপুর থেকে আরও দুজনকে আটক করা হয়।

জানা গেছে, ঈদের দিন থেকে বিভিন্ন ট্রলারে করে কিশোর গ্যাং ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা উঠতি বয়সী তরুণেরা উপজেলার চিত্রকোট ইউনিয়নের তুলসীখালী সেতুর আশপাশে নদীতে উচ্চ স্বরে গান বাজিয়ে অশ্লীল নৃত্য করছিল। এ সময় তারা দেশি অস্ত্র নিয়ে মহড়া দেয়। এতে পরিবার নিয়ে নদীর পাড়ে ঘুরতে আসা মানুষ বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন এবং অস্ত্র দেখে আতঙ্কিত হয়ে পড়েন। পরে অভিযোগ পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের একটি যৌথ দল অভিযান চালায়।

এ বিষয়ে কেরানীগঞ্জের ধলেশ্বরী সেনাবাহিনী ক্যাম্পে যোগাযোগ করলে তাঁরা কোনো বক্তব্য দিতে রাজি হননি। তবে নতুন সোনাকান্দা আদর্শ পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান বলেন, ‘এটি মূলত নৌ-পুলিশের কাজ। সেনাবাহিনীর একটি দল অভিযান চালালে আমরা তাঁদের সহযোগিতা করেছি। আটক ব্যক্তিদের রাতেই মুন্সিগঞ্জের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক