হোম > সারা দেশ > ঢাকা

ধলেশ্বরীতে অস্ত্র নিয়ে মহড়া ও অশ্লীল নৃত্য ‘ডেঞ্জার গ্যাংয়ের’, আটক ১৫

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি  

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীতে ট্রলার নিয়ে দেশীয় অস্ত্রের মহড়া ও অশ্লীল নৃত্যের অভিযোগে আটক ‘ডেঞ্জার গ্যাংয়ের’ সদস্যা। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীতে ট্রলার নিয়ে দেশীয় অস্ত্রের মহড়া ও অশ্লীল নৃত্যের অভিযোগে ১৫ কিশোর ও যুবককে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে রামদা, ছুরি, চাইনিজ কুড়াল, হকিস্টিক ও পাইপ জব্দ করা হয়।

আটক কিশোর, যুবকেরা ‘ডেঞ্জার গ্যাং’ নামের একটি অপরাধী চক্রের সদস্য বলে অভিযোগ রয়েছে। তাঁদের কাছ থেকে ‘ডেঞ্জার গ্যাং’ লেখা একই রঙের দুটি গেঞ্জি জব্দ করা হয়।

গতকাল বুধবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল এই অভিযান চালায়। প্রথমে কেরানীগঞ্জ-নবাবগঞ্জ সড়কের তুলসীখালী সেতুর নিচ থেকে ১৩ জনকে এবং পরে নবাবগঞ্জের দৌলতপুর থেকে আরও দুজনকে আটক করা হয়।

জানা গেছে, ঈদের দিন থেকে বিভিন্ন ট্রলারে করে কিশোর গ্যাং ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা উঠতি বয়সী তরুণেরা উপজেলার চিত্রকোট ইউনিয়নের তুলসীখালী সেতুর আশপাশে নদীতে উচ্চ স্বরে গান বাজিয়ে অশ্লীল নৃত্য করছিল। এ সময় তারা দেশি অস্ত্র নিয়ে মহড়া দেয়। এতে পরিবার নিয়ে নদীর পাড়ে ঘুরতে আসা মানুষ বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন এবং অস্ত্র দেখে আতঙ্কিত হয়ে পড়েন। পরে অভিযোগ পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের একটি যৌথ দল অভিযান চালায়।

এ বিষয়ে কেরানীগঞ্জের ধলেশ্বরী সেনাবাহিনী ক্যাম্পে যোগাযোগ করলে তাঁরা কোনো বক্তব্য দিতে রাজি হননি। তবে নতুন সোনাকান্দা আদর্শ পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান বলেন, ‘এটি মূলত নৌ-পুলিশের কাজ। সেনাবাহিনীর একটি দল অভিযান চালালে আমরা তাঁদের সহযোগিতা করেছি। আটক ব্যক্তিদের রাতেই মুন্সিগঞ্জের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

অফিস দখল নিয়ে জুলাই রেভেলসের দুজনকে জখম

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আরও তিনজন গ্রেপ্তার

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই

সুপ্রিম কোর্টের এজলাসে আইনজীবী ছাড়া প্রবেশ সীমিত

‘কুকুরের বাচ্চা হত্যার বিচার হয় অথচ নিষ্পাপ শিশু হত্যার বিচার নেই’

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ