হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ, পুলিশ সার্জেন্টের স্ত্রীর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে এক পুলিশ সার্জেন্টের স্ত্রী মারা গেছেন। আজ বৃহস্পতিবার মহানগর থানার বাসন পালের মাঠ এলাকার বাসায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতের নাম ফারজানা (৩০)। তিনি গাজীপুর মহানগর পুলিশে কর্মরত সার্জেন্ট শাহ নেওয়াজের স্ত্রী।

জিএমপির বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার জাহান জানান, ওই বাসায় স্ত্রী ও সন্তান নিয়ে পুলিশ সার্জেন্ট শাহ নেওয়াজ মহানগরীর বাসন পালের মাঠ এলাকায় প্লাটিনাম ভবনের সাততলায় বাসায় ভাড়া থাকতেন। আজ সকালে তিনি সন্তানকে নিয়ে স্কুলে চলে যান। বেলা পৌনে ১১টার দিকে বাসায় ফারজানা রান্নাঘরের গ্যাসের চুলায় আগুন জ্বালান। এ সময় ঘরের ভেতর আগুন জ্বলে উঠলে তিনি অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লাইনের লিকেজ থেকে ঘরের ভেতর জমে থাকা গ্যাসের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

দুর্ঘটনার পর গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯