হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা মেডিকেলের বিভিন্ন বিভাগ অগ্নিকাণ্ডের ঝুঁকিতে

ঢামেক প্রতিনিধি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগ অগ্নিকাণ্ডের ঝুঁকিতে বলে মনে করছে ফায়ার সার্ভিস ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা দল। আজ বুধবার বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিস ও জাতীয় গোয়েন্দা সংস্থা দল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করে বিভিন্ন বিভাগকে ঝুঁকিপূর্ণ বলেন। 

ফায়ার সদর দপ্তরের পরিদর্শক পলাশ চন্দ্র মোদক বলেন, ‘সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেছি। সঙ্গে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা দল ছিল। হাসপাতালের জেনারেটর কক্ষ ও পাশের অক্সিজেন কক্ষ পরিদর্শন করেছি। এখানে কোনো নিয়ম না মেনেই চলছে সবকিছু। জেনারেটর কক্ষে রাতে লোক ঘুমিয়ে থাকে। ভেতরে হিটার দিয়ে রান্না করে খায়। এটা অবশ্যই বেআইনি কাজ এবং নিজের জন্যও ঝুঁকিপূর্ণ।’ 

পলাশ চন্দ্র বলেন, ‘হাসপাতালের কিচেনে গিয়ে দেখলাম সেখানে কোনো দুর্ঘটনা হলে লোকজনের বাইরে বের হওয়ার সুযোগ নাই। এমনকি ছাদের প্লাস্টার খসে পড়ছে। হাসপাতালের বিদ্যুতের সাবস্টেশন গুলো নিয়ম না মেনেই চলছে। অনেক জায়গায় আগুন নেভানোর কোনো যন্ত্র নাই। যেগুলো আছে তার মধ্যে বেশির ভাগই অকেজো। সব মিলিয়ে আমাদের কাছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল অগ্নিকাণ্ডের জন্য ঝুঁকিপূর্ণ বলেই মনে হচ্ছে। আমরা হাসপাতালের ওয়ার্ড মাস্টারসহ কয়েকজনের সঙ্গে কথা বলেছি এবং পরামর্শ দিয়েছি।’ 

হাসপাতালের নতুন ভবনের নিচতলায় ডা. ক্যানটিনে গিয়ে একই অবস্থা দেখা যায়। সেখানে রান্না ঘরের ভেতর দিয়ে বের হওয়ার একটি জরুরি দরজা থাকলেও সেটি বন্ধ করে রাখা হয়েছে। খাবার দাবারের পরিবেশও খুবই খারাপ। আগুন নেভানোর কোনো যন্ত্রও ছিল না সেখানে। 

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, ‘গোয়েন্দা সংস্থা ও ফায়ার সার্ভিস তাদের কার্যক্রমের অংশ হিসেবে হাসপাতাল পরিদর্শনে এসেছিলেন। উনাদের পরামর্শ অনুযায়ী আমরা যথাসাধ্য চেষ্টা করি। আমদের অবহেলা আছে তা নয়। প্রতি বছর ফায়ার সার্ভিস থেকে মহড়া হয়।’ 

ঢাকা মেডিকেল পরিচালক আরও বলেন, ‘অনেক সময় তাদের পরামর্শ অনুযায়ী কাজ করা সম্ভব হয় না। তবে এবার তাদের পরামর্শ অনুযায়ী করার চেষ্টা করব।’

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির