করোনার সংক্রমণ কমে আসায় সচিবালয়ে প্রবেশে দর্শনার্থী পাস ফের চালু করেছে সরকার। এখন থেকে জরুরি প্রয়োজনে সচিবালয়ে দর্শনার্থী পাস ইস্যু করা যাবে জানিয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর একান্ত সচিবেরা দিনে ১০টি করে এবং সচিবদের একান্ত সচিবেরা পাঁচটি করে দর্শনার্থী পাস ইস্যু করতে পারবেন। এ ছাড়া অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবেরা দিনে পাঁচটি করে দর্শনার্থী পাস ইস্যু করতে পারবেন।
করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ২০২০ সালের ১৯ মার্চ থেকে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করেছিল সরকার। দীর্ঘ ১৯ মাস পর গত ২৮ অক্টোবর থেকে সীমিত পরিসরে দর্শনার্থী পাস চালু করা হয়েছিল। কিন্তু চলতি বছরের শুরুতে করোনার সংক্রমণ বাড়লে গত ২৪ জানুয়ারি থেকে সচিবালয়ে দর্শনার্থী পাস ইস্যু বন্ধ করে দেয় সরকার।