হোম > সারা দেশ > ঢাকা

শান্তি সমাবেশে চেয়ারে বসা নিয়ে সংঘর্ষ, ২ জনকে ছুরিকাঘাত

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জ শহরে চেয়ারে বসা নিয়ে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুজন ছুরিকাঘাতের শিকারসহ তিনজন আহত হয়েছেন। আজ রোববার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের থানারপুল চত্বর এলাকায় পঞ্চসার ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহিদ হাসান এবং মুন্সিগঞ্জ শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. মকবুল হোসেনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। 

এ সময় ছুরিকাঘাতে আহত মোহাম্মদ সজলকে (২৬) আশঙ্কা অবস্থায় প্রথমে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। অপর ছুরিকাহত মোহাম্মদ রুবেলকে (৩৭) মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

জানা গেছে, বিকেলে শহরের থানারপুল চত্বর এলাকায় জেলা স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ ও যুব মহিলা লীগের ব্যানারে শান্তি সমাবেশের আয়োজন করে মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। তিনি সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শান্তি সমাবেশে চেয়ারে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

মুন্সিগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. মকবুল হোসেন বলেন, ‘কর্মীদের দুই পক্ষের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে তর্কবিতর্ক হয়েছে। বিষয়টি আমরা মীমাংসা করে ফেলেছি।’ পঞ্চসার ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহিদ হাসান বলেন, ‘চেয়ারে বসাকে কেন্দ্র করে মূলত দুই পক্ষে মারামারি হয়েছে। গুরুতর আহত একজনকে ঢাকায় নেওয়া হয়েছে।’ 

সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ‘দুটি উপদলের অন্তর্কোন্দলে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। তবে কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ