হোম > সারা দেশ > ঢাকা

শাহবাগ ছাড়া রাজধানীর সব মোড় ছেড়ে দিয়েছেন আন্দোলনকারীরা

ঢাবি প্রতিনিধি

শাহবাগ ছাড়া রাজধানীর সব মোড় ছেড়ে দিয়েছেন আন্দোলনকারীরা। সায়েন্স ল্যাব, নীলক্ষেত, চানখাঁরপুল, বাংলামোটর ও পরীবাগ মোড় থেকে মিছিল নিয়ে শাহবাগে জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা। 

আজ সন্ধ্যা ৭টার দিকে আন্দোলনের সমন্বয়ক প্যানেলে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী হাসনাত আব্দুল্লাহ, সমাজবিজ্ঞান বিভাগের নাহিদ ইসলাম ও প্রাণিবিদ্যা বিভাগের সারজিস আলমকে শাহবাগ থানায় ডেকে নেওয়া হয়েছে। 

থানা সূত্রে জানা গেছে, সরকারের পক্ষ থেকে আলোচনার জন্য মূলত তাঁদের ডাকা হয়েছে। আন্দোলনে সামনে থাকা ঢাবি শিক্ষার্থী হাসিব আল ইসলাম বলেন, ‘পুলিশ তাঁদের ডেকে নিয়েছে। আমরা পর্যবেক্ষণে রাখছি। ভাইদের কিছু হলে আমরা রাজপথে জবাব দেব।’

এদিকে রাত ৮টার সময়ে শাহবাগ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেওয়ার কথাও রয়েছে আন্দোলনকারীদের। 

এর আগে বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে হল চত্বর হয়ে ভিসি চত্বর ও টিএসসি হয়ে শাহবাগ আসলে পুলিশের মুখোমুখি হন ঢাবি শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনকারীরা পুলিশের বাধা অতিক্রম করে শাহবাগ মোড় ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের পার্শ্ববর্তী পরীবাগ মোড়ে অবস্থান নেন। 

সরেজমিন দেখা যায়, নারী শিক্ষার্থীরা ছাতা নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। সঙ্গে শুকনো জাতীয় খাবার ও পানিও রেখেছেন তাঁরা।

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট