হোম > সারা দেশ > ঢাকা

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রতীকী ছবি

প্রতি লাখ টাকায় মাসে ২ থেকে ৩ হাজার টাকা লভ্যাংশের প্রতিশ্রুতি দিয়ে গ্রাহকদের কাছ থেকে প্রায় ২ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে রাজধানীর মুগদায় অবস্থিত একটি সমিতির বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল শনিবার দুপুরে পাবনার আমিনপুর থেকে চক্রের হোতা মো. আক্তারুল ইসলাম বিল্লালকে (৪০) গ্রেপ্তার করেছে মুগদা পুলিশ।

আজ রোববার (১১ জানুয়ারি) বিকেলে ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপপুলিশ কমিশনার (ডিসি) তালেবুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, আক্তারুল ও তাঁর স্ত্রী নার্গিসের নেতৃত্বে পরিচালিত হতো ‘ক্যালিক্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’ নামের ওই সমিতি। তাঁরা লভ্যাংশ দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অর্থ জমা নেন।

সমিতিটি উচ্চ লভ্যাংশের আশ্বাস দিয়ে টাকা সংগ্রহ করে তা উচ্চ সুদে ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ হিসেবে বিতরণ করলেও গ্রাহকদের প্রতিশ্রুত লভ্যাংশ ও মূল টাকা ফেরত দেয়নি। এভাবে তারা প্রায় ২ কোটি টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ রয়েছে।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় মুগদা থানায় একটি মামলা করেন ভুক্তভোগী এক ব্যক্তি। প্রাথমিক তদন্তে গ্রেপ্তার আক্তারুল ইসলাম বিল্লালের বিরুদ্ধে ডিএমপির মুগদা থানায় তিনটি প্রতারণার মামলার তথ্য পাওয়া গেছে।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির