হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ঘন কুয়াশা: দুই নৌপথে ফেরি চলাচল বন্ধ, যানবাহন ও যাত্রীসহ মাঝনদীতে আটকা ৩ ফেরি

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি 

ঘন কুয়াশায় দুই নৌপথে ফেরি চলাচল বন্ধ। ছবি: সংগৃহীত

ঘন কুয়াশায় নৌ দুর্ঘটনা এড়াতে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজীরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এদিকে গতকাল শুক্রবার মধ্যরাতে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে মাঝনদীতে যাত্রী, যানবাহনসহ তিনটি ফেরি আটকা পড়েছে।

ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় প্রান্তে পারাপারের অপেক্ষায় থাকা বিভিন্ন ধরনের যানবাহনের সংখ্যা ক্রমেই বাড়ছে। অপেক্ষায় থাকা এসব যানবাহনের শ্রমিক-যাত্রীসহ ঘাটসংশ্লিষ্ট ব্যক্তিরা পোহাচ্ছে নানা দুর্ভোগ।

পাটুরিয়া ঘাটসংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, মাঝনদীতে আটকা পড়া এসব ফেরিতে ১৫টির মতো যাত্রীবাহী বাস আছে। এসব বাসের যাত্রীরা কনকনে শীতে চরম ভোগান্তিতে পড়েছেন। এদিকে পাটুরিয়া ঘাটে ৩০টির মতো যাত্রীবাহী বাস এবং শতাধিক পণ্যবাহী যানবাহন আটকা পড়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক অফিসের ডিজিএম নাসির আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, গতকাল শুক্রবার রাত ১২টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া ও রাত দেড়টার দিকে আরিচা-কাজীরহাট নৌপথ কুয়াশায় আচ্ছন্ন হয়ে চ্যানেলের মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। এ সময় পাটুরিয়া থেকে দৌলতদিয়া যাওয়ার পথে মাঝ পদ্মায় দিক হারিয়ে যাত্রী ও যানবাহনবোঝাই বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, বাইগার অনুরূপ কাজীরহাট থেকে আরিচা আসার পথে মাঝ যমুনায় আটকে আছে খানজাহান আলী নামক ফেরি।

নাসির আহম্মেদ আরও বলেন, দুর্ঘটনা এড়াতে দুটি নৌপথে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কমে এলে ফেরি চলাচল স্বাভাবিক হবে। তখন উভয় ঘাটে অপেক্ষমাণ যানবাহনগুলো দ্রুত পারাপারের ব্যবস্থা করা হবে।

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা