হোম > সারা দেশ > মাদারীপুর

বাংলাবাজার-শিমুলিয়া রুটে ২ ঘণ্টা পর নৌযান চলাচল স্বাভাবিক

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

ঝোড়ো বাতাস ও বৃষ্টির কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে দুই ঘণ্টা নৌযান চলাচল বন্ধ থাকার পর আবারও স্বাভাবিক হয়েছে। আজ বুধবার সকাল পৌনে ৯টা থেকে নৌযান চলাচল স্বাভাবিক হয়। এর আগে ভোর সাড়ে ৬টা থেকে ৮টা পর্যন্ত বন্ধ ছিল লঞ্চ ও স্পিডবোটসহ সব ধরনের নৌযান চলাচল।

বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাট সূত্রে জানা গেছে, আজ ভোর সাড়ে ৬টার দিকে কালবৈশাখী শুরু হলে দুর্ঘটনা এড়াতে নৌরুটের সব লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এরপর সকাল সাড়ে ৮টার দিকে আবহাওয়া স্বাভাবিক হলে নৌযান চলাচল শুরু হতে থাকে। পরে সকাল পৌনে ৯টার দিকে লঞ্চ, স্পিডবোট ও ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, ভোর থেকে আকাশ মেঘাচ্ছন্ন, বাতাস ও বৃষ্টি হওয়ায় দুই ঘণ্টার মতো নৌযান চলাচল বন্ধ ছিল। পরে সকাল পৌনে ৯টার দিকে ফের নৌযান চলাচল শুরু হয়। 

ট্রাফিক ইন্সপেক্টর আরও বলেন, এখন কালবৈশাখীর সিজন। আবহাওয়া বৈরী হয়ে উঠলে যেকোনো সময় নৌযান চলাচল বন্ধ রাখা হবে।

জাবির আবাসিক হল থেকে ২০ বোতল বিদেশি মদ জব্দ

‘মার্চ ফর ইনসাফ’ চালিয়ে যাবে ইনকিলাব মঞ্চ

মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ডাক গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

জীবন বাঁচাতে ডোবায় ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি খোকনের

উড়ালসড়কে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

বসুন্ধরায় আইনজীবী হত্যার প্রতিবাদে মানববন্ধন

শীতের সকালে গুলশানের মাদ্রাসায় নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন

সেই আবেদ আলীর সহযোগী জাকারিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও সচিবালয় এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

বিএনপির প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমাণ ৩২ কোটি, মামলা রয়েছে ৭৩টি