হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ইউপিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর

মানিকগঞ্জ প্রতিনিধি

ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভাঙচুর। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জ সদর উপজেলায় বিএনপির দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এ সময় তারা আটিগ্রাম ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে ভাঙচুর চালায়। গত শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ সময় অন্তত পাঁচজন আহত হয়েছেন।

জানা গেছে, আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নূরে আলম সরকারের ইটভাটায় মাটি দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে এ সংঘর্ষ হয়। আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন আটিগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী জয়-ই মামুন (৪০), ইউনিয়ন বিএনপির সদস্য ও কৃষক দলের সভাপতি প্রার্থী রুস্তম সরকার (৪২), ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম আকরাম (২২)।

ইউপি চেয়ারম্যান নূরে আলম বলেন, ‘কয়েক শ ছেলে আমার কার্যালয়ে গিয়ে ভাঙচুর করেন। এরপর স্থানীয়রা বাধা দিলে তাঁরা আহত হন।’

আটিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি ছানোয়ার হোসেন দেওয়ান বলেন, ‘আওয়ামী লীগ থেকে অনুপ্রবেশকারী কিছু লোক নিয়ে বিএনপির গুটি কয়েক নেতা এ হামলার ঘটনা ঘটিয়েছে বলে শুনেছি।’

জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ বলেন, ‘এ ঘটনায় বিএনপির অপর কোনো পক্ষ নেই। ওই ইউপির চেয়ারম্যান ও তাঁর ভাতিজারা এ ঘটনার সঙ্গে জড়িত।’

সদর থানার ওসি এস এম আমানুল্লাহ বলেন, ‘এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি।’

ডেইলি স্টারে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

ঢামেকে তরুণীর লাশ ফেলে পালালেন ‘স্বামী’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে