হোম > সারা দেশ > ঢাকা

ডিএসসিসিতে এডিস নিধন অভিযান, ৯২ হাজার টাকা জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এডিস মশা নিধনে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। চারটি ভ্রাম্যমাণ আদালতের ১২ মামলায় ৯২ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার বেইলি রোড, পরিবাগ, খিলগাঁও, ধোলাইখাল চায়ের পট্টি, কাজী আলাউদ্দিন রোড ও উত্তর জুরাইন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। 

নগর ভবন কর্তৃপক্ষ জানিয়েছে, আজকের অভিযানে মোট ১৮৮টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এ সময় ১২টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ১২ মামলায় মোট ৯২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

এক নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম ১৮ ও ২১ নম্বর ওয়ার্ডের বেইলি রোড ও পরিবাগ এলাকায় ৪৫টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন। আদালত এ সময় তিনটি স্থাপনায় লার্ভা পাওয়ায় তিন মামলায় ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেন। 

দুই নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এম আর সেলিম শাহনেওয়াজ ১ নম্বর ওয়ার্ডের খিলগাঁও আনসার ক্যাম্পের চারপাশে ৫০টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন। এ সময় একটি স্থাপনায় লার্ভা পাওয়ায় এক মামলায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। 

চার নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের আদালত ৩৪,৩৭ ও ৪২ নম্বর ওয়ার্ডের ধোলাইখাল, চায়ের পট্টি ও কাজী আলাউদ্দিন রোডে ৬০টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং তিনটি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় তিন মামলায় ২১ হাজার টাকা জরিমানা আদায় করেন। 

পাঁচ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ ৫৪ নম্বর ওয়ার্ডের উত্তর জুরাইন এলাকায় ৩৩টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং পাঁচটি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় পাঁচ মামলায় ২৬ হাজার টাকা জরিমানা আদায় করেন।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ