হোম > সারা দেশ > ঢাকা

ডিএসসিসিতে এডিস নিধন অভিযান, ৯২ হাজার টাকা জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এডিস মশা নিধনে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। চারটি ভ্রাম্যমাণ আদালতের ১২ মামলায় ৯২ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার বেইলি রোড, পরিবাগ, খিলগাঁও, ধোলাইখাল চায়ের পট্টি, কাজী আলাউদ্দিন রোড ও উত্তর জুরাইন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। 

নগর ভবন কর্তৃপক্ষ জানিয়েছে, আজকের অভিযানে মোট ১৮৮টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এ সময় ১২টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ১২ মামলায় মোট ৯২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

এক নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম ১৮ ও ২১ নম্বর ওয়ার্ডের বেইলি রোড ও পরিবাগ এলাকায় ৪৫টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন। আদালত এ সময় তিনটি স্থাপনায় লার্ভা পাওয়ায় তিন মামলায় ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেন। 

দুই নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এম আর সেলিম শাহনেওয়াজ ১ নম্বর ওয়ার্ডের খিলগাঁও আনসার ক্যাম্পের চারপাশে ৫০টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন। এ সময় একটি স্থাপনায় লার্ভা পাওয়ায় এক মামলায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। 

চার নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের আদালত ৩৪,৩৭ ও ৪২ নম্বর ওয়ার্ডের ধোলাইখাল, চায়ের পট্টি ও কাজী আলাউদ্দিন রোডে ৬০টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং তিনটি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় তিন মামলায় ২১ হাজার টাকা জরিমানা আদায় করেন। 

পাঁচ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ ৫৪ নম্বর ওয়ার্ডের উত্তর জুরাইন এলাকায় ৩৩টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং পাঁচটি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় পাঁচ মামলায় ২৬ হাজার টাকা জরিমানা আদায় করেন।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন