হোম > সারা দেশ > ঢাকা

ডিএসসিসিতে এডিস নিধন অভিযান, ৯২ হাজার টাকা জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এডিস মশা নিধনে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। চারটি ভ্রাম্যমাণ আদালতের ১২ মামলায় ৯২ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার বেইলি রোড, পরিবাগ, খিলগাঁও, ধোলাইখাল চায়ের পট্টি, কাজী আলাউদ্দিন রোড ও উত্তর জুরাইন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। 

নগর ভবন কর্তৃপক্ষ জানিয়েছে, আজকের অভিযানে মোট ১৮৮টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এ সময় ১২টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ১২ মামলায় মোট ৯২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

এক নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম ১৮ ও ২১ নম্বর ওয়ার্ডের বেইলি রোড ও পরিবাগ এলাকায় ৪৫টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন। আদালত এ সময় তিনটি স্থাপনায় লার্ভা পাওয়ায় তিন মামলায় ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেন। 

দুই নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এম আর সেলিম শাহনেওয়াজ ১ নম্বর ওয়ার্ডের খিলগাঁও আনসার ক্যাম্পের চারপাশে ৫০টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন। এ সময় একটি স্থাপনায় লার্ভা পাওয়ায় এক মামলায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। 

চার নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের আদালত ৩৪,৩৭ ও ৪২ নম্বর ওয়ার্ডের ধোলাইখাল, চায়ের পট্টি ও কাজী আলাউদ্দিন রোডে ৬০টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং তিনটি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় তিন মামলায় ২১ হাজার টাকা জরিমানা আদায় করেন। 

পাঁচ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ ৫৪ নম্বর ওয়ার্ডের উত্তর জুরাইন এলাকায় ৩৩টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং পাঁচটি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় পাঁচ মামলায় ২৬ হাজার টাকা জরিমানা আদায় করেন।

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা