হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ফেরি বন্ধ থাকায় আসতে পারল না ফায়ার সার্ভিস, ৪ বাড়ি পুড়ে ছাই

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার গোপদিঘী ইউনিয়নে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চারটি বসতবাড়ি। স্বর্ণালংকার, আসবাবপত্র ও নগদ টাকাসহ কয়েক লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

আজ মঙ্গলবার রাত ৩টার দিকে উপজেলার গোপদিঘী ইউনিয়নের শরীফপুর গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। শরীফপুর গ্রামের দারোগা আলীর ছেলে বিপুল মিয়া, জুটেল মিয়া, ফয়সাল মিয়ার চারটি বসতঘর, গোয়ালঘর, নগদ টাকা, টেলিভিশন, ফ্রিজ ও আসবাবপত্র পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বৈদ্যুতিক খুঁটি এবং আরও দুটি ঘর।

আগুন লাগার পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেও মিঠামইন ফায়ার সার্ভিসের সহযোগিতা পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। পরে গ্রামের মসজিদে ঘোষণা দিয়ে গ্রামবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ কারণে ক্ষতির পরিমাণ বেড়েছে।

স্থানীয় বাসিন্দা সাংবাদিক হারুনুর রশিদ বলেন, ‘আগুন লাগার সঙ্গে সঙ্গে ৯৯৯-এ ফোন করি। সাড়া না পেয়ে মসজিদের মাইকে ঘোষণা দিলে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো হয়।’

এ ব্যাপারে জানতে চাইলে মিঠামইন ফায়ার সার্ভিসের ফায়ার লিডার মো. আফসার উদ্দিন বলেন, ‘কল পেয়ে আমরা ফেরিঘাটে গিয়েছি। কিন্তু তখন ফেরি বন্ধ থাকায় যেতে পারিনি। পরে খবর পেলাম, আগুন নিয়ন্ত্রণে এসেছে।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন