হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ফেরি বন্ধ থাকায় আসতে পারল না ফায়ার সার্ভিস, ৪ বাড়ি পুড়ে ছাই

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার গোপদিঘী ইউনিয়নে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চারটি বসতবাড়ি। স্বর্ণালংকার, আসবাবপত্র ও নগদ টাকাসহ কয়েক লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

আজ মঙ্গলবার রাত ৩টার দিকে উপজেলার গোপদিঘী ইউনিয়নের শরীফপুর গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। শরীফপুর গ্রামের দারোগা আলীর ছেলে বিপুল মিয়া, জুটেল মিয়া, ফয়সাল মিয়ার চারটি বসতঘর, গোয়ালঘর, নগদ টাকা, টেলিভিশন, ফ্রিজ ও আসবাবপত্র পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বৈদ্যুতিক খুঁটি এবং আরও দুটি ঘর।

আগুন লাগার পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেও মিঠামইন ফায়ার সার্ভিসের সহযোগিতা পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। পরে গ্রামের মসজিদে ঘোষণা দিয়ে গ্রামবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ কারণে ক্ষতির পরিমাণ বেড়েছে।

স্থানীয় বাসিন্দা সাংবাদিক হারুনুর রশিদ বলেন, ‘আগুন লাগার সঙ্গে সঙ্গে ৯৯৯-এ ফোন করি। সাড়া না পেয়ে মসজিদের মাইকে ঘোষণা দিলে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো হয়।’

এ ব্যাপারে জানতে চাইলে মিঠামইন ফায়ার সার্ভিসের ফায়ার লিডার মো. আফসার উদ্দিন বলেন, ‘কল পেয়ে আমরা ফেরিঘাটে গিয়েছি। কিন্তু তখন ফেরি বন্ধ থাকায় যেতে পারিনি। পরে খবর পেলাম, আগুন নিয়ন্ত্রণে এসেছে।’

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’