হোম > সারা দেশ > টাঙ্গাইল

পুকুরে ডুবে পঞ্চাশোর্ধ্ব দুই সহোদর ভাইয়ের মৃত্যু 

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

ঘাটাইল উপজেলার গুইয়াগম্ভীর গ্রামে একটি গভীর জলাশয়ে ডুবে পঞ্চাশোর্ধ্ব দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন শাহজান আলী (৬০) ও নুরুল ইসলাম (৫৫)। দুজনেই কৃষক

মঙ্গলবার (১৪ জুন) বাড়ির পাশের জলাশয়ে তাঁদের মরদেহ ভেসে ওঠে। স্থানীয় সন্ধানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, শাহজাহান আলী ও নুরুল ইসলাম বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে খেতের আল পরিষ্কার করছিলেন। এলাকাটি বেশ নির্জন ও নিচু জলাভূমি। সকালে কাজ করতে গিয়ে দুপুরে খাবার খেতে বাড়িতে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে তাঁরা বাড়ি ফিরে যান। বিকেল ৪টার দিকে এলাকাবাসী শাহজাহান আলীর মরদেহ একটি সদ্য খননকৃত পুকুরে ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে এলাকাবাসী পানি থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়। 

শাহজান আলীর স্ত্রী জায়েদা বেগম বলেন, দুই ভাইয়ের কেউই সাঁতার জানতেন না। জায়েদার ধারণা দুই ভাইয়ের মধ্যে কোনো একজন প্রথমে পানিতে ডুবে যান। ভাইকে উদ্ধার করতে গিয়ে অপরজন পানিতে নেমে ডুবে মারা যান। পুকুরটি কমপক্ষে ১০ ফুট গভীর হবে বলে জানান তিনি। 

ঘাটাইল থানার ওসি মো. আজহারুল ইসলাম সরকার বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন