হোম > সারা দেশ > ঢাকা

১০ বছর আগের নাশকতার মামলায় বিএনপির ১১ নেতা-কর্মীর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দশ বছর আগে দায়ের করা একটি নাশকতার মামলায় বাড্ডা থানা যুবদলের সভাপতি জাহাঙ্গীর মোল্লাসহ ১১ জনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এ রায় দেন। 

কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে প্রত্যেককে আরও তিন মাস কারাভোগ করতে হবে। 

অন্য যাদের সাজা দেওয়া হয়েছে তাঁরা হলেন শাকিল আহমেদ, কামরুজ্জামান স্বপন, মান্নান মোল্লা, শায়রুল, সাইফুল ইসলাম, দীপক কুমার দাস ওরফে টাইগার মেম্বার, আব্দুর রহিম ওরফে টিটু, বাবুল ওরফে বাবুল জামাই, রেফাতুল আলম ও জসিম ঢালী। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আতিকুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেন। 

আসামিরা সবাই বাড্ডা থানার স্থানীয় বিএনপির নেতা–কর্মী। দণ্ডিত ১১ আসামি পলাতক রয়েছেন। 

আদালত রায়ে বলেছেন, আসামিরা গ্রেপ্তার হওয়ার পর অথবা দেশের কোনো আদালতে আত্মসমর্পণের পর এই রায় কার্যকর হবে। প্রত্যেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। মামলায় ২৬ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। 

মামলার অভিযোগে বলা হয়, ২০১৩ সালের ১২ নভেম্বর সকাল সোয়া ৭টার দিকে বিএনপিসহ ১৮ দলের ডাকা ৪৮ ঘণ্টার হরতালে মধ্য বাড্ডা প্রগতি সরণির আলাতুন্নেছা গলির মুখে আসামিরা যানবাহনে ইট-পাটকেল নিক্ষেপ করেন এবং একটি বাসে আগুন দেন। এ ঘটনায় ওই দিনই বাড্ডা থানার এসআই রহমত আলী মামলা দায়ের করেন। 

২০১৪ সালের ২০ এপ্রিল মামলাটি তদন্ত করে একই থানার এসআই ওবায়দুল ইসলাম ৩৭ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ