হোম > সারা দেশ > ঢাকা

আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, গ্রেপ্তার ২

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জে একাধিক মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ সময় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও এক কনস্টেবল আহত হন। এ ঘটনায় জিতু রাঢ়ি ও লিটন নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার গজারিয়া উপজেলার জামালপুর গ্রামে এই ঘটনা ঘটে।

পরে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টায় ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করে মামলা দায়ের করে পুলিশ। 

ঘটনার পরপরই হামলায় জড়িতদের গ্রেপ্তার করতে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মুন্সিগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিনহাজ উল ইসলাম ও গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রইছ উদ্দিনের নেতৃত্বে জামালপুর ও বালুয়াকান্দি গ্রামে অভিযান চালায় পুলিশ। তবে ঘটনার পর থেকেই জড়িতরা গা ঢাকা দেওয়ায় ওই দিন কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। 

মামলার তদন্ত কর্মকর্তা এসআই নুরুল হক জানান, অভিযান অব্যাহত আছে। অচিরেই জড়িতরা আইনের আওতায় আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

পুলিশ জানিয়েছে, গত বুধবার রাত ৮টার দিকে জামালপুর গ্রামে অভিযান চালিয়ে পুলিশ একাধিক মামলার আসামি ফিরোজ কসাইয়ের ছেলে লিটনকে ২৫ পিছ ইয়াবাসহ ও বালুয়াকান্দি গ্রামের মৃত হাফেজ রাঢির ছেলে জিতু রাঢিকে গ্রেপ্তার করে। তাঁকে নিয়ে থানায় ফেরার পথে লিটনের স্বজনরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে পুলিশের এসআই নুরুল হক ও কনস্টেবল মুসাকে পিটিয়ে আহত করে আসামি লিটন ও জিতু রাঢ়ি কে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ ঘটনায় রাতেই এসআই নুরুল হক বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। 

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রইছ উদ্দিন বলেন, ‘পুলিশের ওপর হামলাকারীদের শনাক্ত করা হয়েছে। ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনসহ মোট ১৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আশা করছি খুব দ্রুত আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে জানান তিনি।’ 

বিটিসিএলের তিন কর্মকর্তাসহ ৫ জনের নামে মামলা, তদন্তে সিআইডি

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক ২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুশ, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি