হোম > সারা দেশ > ঢাকা

ডেমরায় দস্যুতার প্রস্তুতিকালে ডাকাত সর্দারসহ গ্রেপ্তার ১১ 

শ্যামপুর-কদমতলি (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর ডেমরায় থানা-পুলিশের পৃথক দুটি অভিযানে দস্যুতার প্রস্তুতিকালে ডাকাত দলের দুই সর্দারসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাতে ডগাইর বোর্ড মিল ও ডগাইর মতিন সাউদ রোড এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ১১টি সুইস গিয়ার চাকু উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারের পর আজ সোমবার দুপুরে তাঁদের আদালতে পাঠিয়েছে ডেমরা থানা-পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন—ডেমরার ডগাইর পশ্চিমপাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে ও ডাকাত দলের সর্দার মো. নুর ইসলাম লিসন (৩০), আরেক সর্দার ডেমরার মাহমুদ নগরের গিয়াস উদ্দিনের ছেলে জহির (৩৫), নারায়ণগঞ্জ সোনারগাঁও থানা এলাকার মো. শাহ আলমের ছেলে দ্বীন ইসলাম (২২), সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া এলাকার মো. ইউসুফের ছেলে মো. রুবেল (২৩), ফেনীর সদর থানার মিজানুর রহমানের ছেলে মো. তুহিন (২৩), একই এলাকার মাইজদি গ্রামের লতিফের ছেলে ইকবাল (৩৪), কিশোরগঞ্জের নিকলি থানার দামপাড়া গ্রামের খাইরুল ইসলামের ছেলে মো. রনি (১৬), সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ থানার মিম্বর আলীর ছেলে কামরান হোসেন (২২), ঝিনাইদহের মহেশপুর থানার হাবাশপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে কালাম (৩৫), ময়মনসিংহের মুক্তাগাছা থানার চেচুয়া গ্রামের আ. লতিফের ছেলে আ. হাকিম (২৩) ও পঞ্চগড়ের দেবীগঞ্জ থানার আফাজউদ্দিনের ছেলে নাজমুল ইসলাম (২০)। 

এ বিষয়ে সোমবার ডেমরা থানায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডেমরা থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত কুমার পোদ্দার।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট