হোম > সারা দেশ > ঢাকা

ডেমরায় দস্যুতার প্রস্তুতিকালে ডাকাত সর্দারসহ গ্রেপ্তার ১১ 

শ্যামপুর-কদমতলি (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর ডেমরায় থানা-পুলিশের পৃথক দুটি অভিযানে দস্যুতার প্রস্তুতিকালে ডাকাত দলের দুই সর্দারসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাতে ডগাইর বোর্ড মিল ও ডগাইর মতিন সাউদ রোড এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ১১টি সুইস গিয়ার চাকু উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারের পর আজ সোমবার দুপুরে তাঁদের আদালতে পাঠিয়েছে ডেমরা থানা-পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন—ডেমরার ডগাইর পশ্চিমপাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে ও ডাকাত দলের সর্দার মো. নুর ইসলাম লিসন (৩০), আরেক সর্দার ডেমরার মাহমুদ নগরের গিয়াস উদ্দিনের ছেলে জহির (৩৫), নারায়ণগঞ্জ সোনারগাঁও থানা এলাকার মো. শাহ আলমের ছেলে দ্বীন ইসলাম (২২), সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া এলাকার মো. ইউসুফের ছেলে মো. রুবেল (২৩), ফেনীর সদর থানার মিজানুর রহমানের ছেলে মো. তুহিন (২৩), একই এলাকার মাইজদি গ্রামের লতিফের ছেলে ইকবাল (৩৪), কিশোরগঞ্জের নিকলি থানার দামপাড়া গ্রামের খাইরুল ইসলামের ছেলে মো. রনি (১৬), সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ থানার মিম্বর আলীর ছেলে কামরান হোসেন (২২), ঝিনাইদহের মহেশপুর থানার হাবাশপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে কালাম (৩৫), ময়মনসিংহের মুক্তাগাছা থানার চেচুয়া গ্রামের আ. লতিফের ছেলে আ. হাকিম (২৩) ও পঞ্চগড়ের দেবীগঞ্জ থানার আফাজউদ্দিনের ছেলে নাজমুল ইসলাম (২০)। 

এ বিষয়ে সোমবার ডেমরা থানায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডেমরা থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত কুমার পোদ্দার।

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯