হোম > সারা দেশ > গাজীপুর

ঘরে বসে ফেসবুক থেকে আয়ের প্রলোভন, তারপর বিকাশে টাকা নিয়ে চম্পট

গাজীপুর প্রতিনিধি

গ্রেপ্তার চীনা নাগরিকসহ অন্যরা। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘরে বসে আয় করার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে চীনা নাগরিকসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে আজ মঙ্গলবার ভোরে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মা ফিউবিন, মো. আসাদুজ্জামান, মাসুম বিল্লাহ, আব্দুস সাত্তার ও মো. মিজানুর রহমান।

আজ বিকেলে গাজীপুর মহানগর পুলিশের মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার এস এম শফিকুল ইসলাম এসব কথা জানান।

গাজীপুর মহানগর পুলিশ কমিশনারের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, চীনা নাগরিক মা ফিউবিন বাংলাদেশি সহযোগী আসামিদের ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ, নগদ অ্যাকাউন্ট ব্যবহার করে বিপুল পরিমাণ আত্মসাৎ করা টাকা তাঁদের অ্যাকাউন্টে ট্রান্সফার করেন। গ্রেপ্তার ব্যক্তিরা ফেসবুকে ঘরে বসে আয় করার আকর্ষণীয় বিজ্ঞাপন দিতেন। এসব বিজ্ঞাপন দেখে লোকজন তাঁদের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা বিকাশসহ বিভিন্ন মাধ্যমে টাকা চাইতেন। টাকা দেওয়ার পর তাঁদের আর খোঁজ পাওয়া যেত না। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে জিএমপির একটি থানায় নিয়মিত মামলা হয়েছে এবং পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার এস এম শফিকুল ইসলাম, ডিসি (উত্তর) রেজাউর রহমান, ডিসি (দক্ষিণ) অশোক কুমার পাল, সহকারী কমিশনার (ডিবি) আমির হোসেন প্রমুখ।

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের