হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর মালিবাগে রেলের জমিতে থাকা দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

আজকের পত্রিকা ডেস্ক­

রাজধানীর মালিবাগে রেলওয়ের জমিতে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এতে পাকা, সেমিপাকা ও কাঁচা—সব মিলিয়ে দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। আজ সোমবার বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন মাহমুদ এই অভিযান চালান।

রাজধানীর মালিবাগে অভিযানের মাধ্যমে ঢাকায় প্রথম এই উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে অবৈধ দখলে থাকা বাংলাদেশ রেলওয়ের প্রায় ১ দশমিক ২ একর জমি দখলমুক্ত হয়েছে। স্থাপনা উচ্ছেদের সঙ্গে সঙ্গে এক্সকাভেটর দিয়ে এসব স্থাপনার পাকা প্ল্যাটফর্ম গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ঢাকাসহ সারা দেশে অবৈধ দখলে থাকা রেলের সব জমি উদ্ধার না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

এর আগে বাংলাদেশ রেলওয়ের জমিতে অবৈধভাবে নির্মিত স্থাপনা গত ১০ ডিসেম্বর মধ্যে অপসারণের জন্য দখলদারদের বিরুদ্ধে ৫ ডিসেম্বর রেলপথ মন্ত্রণালয় গণবিজ্ঞপ্তি জারি করে।

পরে ১১ ডিসেম্বর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। ঢাকার বাইরে বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে অবৈধ দখলে থাকা বিপুল পরিমাণ জমি উদ্ধার করে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু