হোম > সারা দেশ > ঢাকা

পল্টনে গণতান্ত্রিক ছাত্র জোটের মিছিলে পুলিশের লাঠিপেটা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকারের পদত্যাগ ও বিরোধী দলগুলোর সমাবেশে পুলিশ ও আওয়ামী লীগের হামলার প্রতিবাদে শিক্ষাভবন চত্বর থেকে পুরানা পল্টন মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছে বাম ছাত্রসংগঠনগুলোর জোট গণতান্ত্রিক ছাত্র জোট। মিছিল শেষে পল্টন মোড়ে সমাবেশ করতে গেলে পুলিশ তাদের লাঠিপেটা করে। 

আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে পুরানা পল্টন মোড়ে লাঠিপেটার ঘটনা ঘটে। 

ছাত্র ইউনিয়নের সভাপতি রাগীব নাঈম আজকের পত্রিকাকে বলেন, ‘আজকে দিনভর বিরোধী দলগুলোর সমাবেশে পুলিশ ও আওয়ামী লীগের হামলার প্রতিবাদে আমরা শিক্ষা অধিকার চত্বর থেকে মিছিল শুরু করি। মিছিল নিয়ে পুরানা পল্টন মোড়ে এসে সমাবেশ চলাকালীন পুলিশ বাধা দেয় এবং লাঠিচার্জ করে।’

জোটের সমন্বয়ক ও বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায় আজকের পত্রিকাকে বলেন, ‘সমাবেশে পুলিশের হামলায় ইডেন কলেজের শিক্ষার্থী ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদ) নেতা জাইমা মুন এবং গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের ফাহিম আহমেদ চৌধুরী আহত হয়েছেন। তাঁরা ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া আরও ৮-১০ জন পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন।’

এ ঘটনায় পুলিশের দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলে থাকা এক পুলিশ সদস্য আজকের পত্রিকাকে বলেন, ‘কয়েকজন এখানে সমাবেশ করতে এসেছিল। আমরা তাদের সরিয়ে দিয়েছি।’

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট