সরকারের পদত্যাগ ও বিরোধী দলগুলোর সমাবেশে পুলিশ ও আওয়ামী লীগের হামলার প্রতিবাদে শিক্ষাভবন চত্বর থেকে পুরানা পল্টন মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছে বাম ছাত্রসংগঠনগুলোর জোট গণতান্ত্রিক ছাত্র জোট। মিছিল শেষে পল্টন মোড়ে সমাবেশ করতে গেলে পুলিশ তাদের লাঠিপেটা করে।
আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে পুরানা পল্টন মোড়ে লাঠিপেটার ঘটনা ঘটে।
ছাত্র ইউনিয়নের সভাপতি রাগীব নাঈম আজকের পত্রিকাকে বলেন, ‘আজকে দিনভর বিরোধী দলগুলোর সমাবেশে পুলিশ ও আওয়ামী লীগের হামলার প্রতিবাদে আমরা শিক্ষা অধিকার চত্বর থেকে মিছিল শুরু করি। মিছিল নিয়ে পুরানা পল্টন মোড়ে এসে সমাবেশ চলাকালীন পুলিশ বাধা দেয় এবং লাঠিচার্জ করে।’