হোম > সারা দেশ > ঢাকা

বুয়েটের কোয়ার্টারে শিক্ষার্থীর আত্মহত্যা

ঢামেক প্রতিনিধি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কোয়ার্টারের একটি বাসায় তানিম সুবাইতা (১৭) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ সোমবার বিকেল ৪টার দিকে ওই শিক্ষার্থীকে স্বজনেরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

হাসপাতালে ওই শিক্ষার্থীর মা মালিহা পারভীন জানান, তাঁরা বুয়েট কোয়ার্টারের একটি বাসার তিনতলায় থাকে। সুবাইতার বাবা মো. সজিবুর রহমান বুয়েটের ডেপুটি কন্ট্রোলার প্রধান। তিনি নিজে শাহ আলী মহিলা কলেজের শিক্ষিকা। মেয়ে সুবাইতা বুয়েট ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছিল। তার বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ স্কুল অ্যান্ড কলেজে ভর্তির হওয়ার কথা ছিল। 

মালিহা পারভীন আরও জানান, সকালে সুবাইতা ও তাঁর বড় ভাই তানিম রহমানকে বাসায় রেখে কলেজে চলে যান। বাবাও অফিসে যান। বেলা ৩টার দিকে কলেজ থেকে বাসায় ফিরে দেখেন সুবাইতা নিজ রুমের দরজা বন্ধ করে রেখেছে। অনেক ডাকাডাকির পরও দরজা খুলছে না। পরে দরজা ভেঙে ভেতরে দেখতে পায় সুবাইতা ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলে আছে। দ্রুত তাকে নামিয়ে হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ষোষণা করে।

মালিহা পারভীন জানান, দুপুরে বড় ভাইয়ের সঙ্গে ঝগড়া হয়েছিল সুবাইতার। পরে নিজ রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, বুয়েট এলাকা থেকে ওই শিক্ষার্থীর স্বজনেরা তাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি চকবাজার থানা-পুলিশকে জানানো হয়েছে।

টঙ্গিবাড়ীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, উত্তেজনা

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল