হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বাঁচাতে গিয়ে আহত ছেলে ও ভাই 

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীতে পরিচয় জানতে চাওয়াকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাতে উত্তর ভুরুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় নিহতের ছেলে ও এক ভাই গুরুতর আহত হয়েছেন। 

আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগরীর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাফিউল করিম। তিনি বলেন, আজ সোমবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

নিহতের নাম ইজাফ্ফর আলী (৪৫)। তিনি গাজীপুর মহানগরীর ২৫ নম্বর ওয়ার্ডের সলিম উদ্দিনের ছেলে। তিনি এলাকায় অটোরিকশা ভাড়া দেওয়ার ব্যবসা করতেন। আহতরা হলেন, নিহতের ছেলে ইসমাইল হোসেন ও নিহতের বড় ভাই আজাফ্‌ফর আলী। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মহনগরীর উত্তর ভুরুলিয়া এলাকার বাসিন্দা আজাফ্ফর আলী গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে নিজ বাড়ির সামনে বসে ছিলেন। এ সময় তাঁর বাড়ির সামনের রাস্তা দিয়ে একই এলাকার রতন মিয়াসহ ১০-১২ জন যুবক উচ্ছৃঙ্খলভাবে হেঁটে যাচ্ছিলেন। তখন আজাফ্ফর আলী তাদের উদ্দেশ্য প্রশ্ন করেন, ‘‘তোমরা কে? কোথায় যাচ্ছ?’ ’

এতে ওই যুবকেরা উত্তেজিত হয়ে ওঠে এবং পাল্টা আজাফ্ফরকে জিজ্ঞেস করে ‘‘তুই কে? আমরা কোথায় যাচ্ছি, সেটা তোর জানার দরকার কী?’ এই নিয়ে দুজনের মধ্যে বাক্বিতণ্ডার সৃষ্টি হয়। তখন বাড়িতে থেকে তাঁর ভাই ইজাফ্ফর আলী ও ভাতিজা ইসমাইল হোসেন বিষয়টি দেখে এগিয়ে আসেন। তখন দুই পক্ষের মধ্যে বাক্বিতণ্ডার একপর্যায়ে রতন ও তার সহযোগিরা ধারালো অস্ত্র দিয়ে তাদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।’ 

পরে তাঁদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইজাফ্ফর আলীকে মৃত ঘোষণা করেন। অপর দুজন হাসপাতালে চিকিৎসাধীন। 

এ বিষয়ে গাজীপুর মহানগরীর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাফিউল করিম বলেন, একটি ছোট ঘটনাকে কেন্দ্র করে হাতাহাতির পরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করা গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।  ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। অভিযোগ পেলে মামলার রুজু করা হবে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন