হোম > সারা দেশ > মাদারীপুর

হাতকড়াসহ পালানো আসামিকে মাঝরাতে পাওয়া গেল পাটখেতে

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের ডাসার উপজেলার বয়াতিবাড়ী এলাকা থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার খোকন মুন্সী (৩২) মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি। 

গতকাল শনিবার দুপুরে গ্রেপ্তারের পর হাতকড়াসহ পুলিশের হাত থেকে পালিয়ে যান তিনি। পরে রাত সাড়ে ১১টার দিকে ডাসার উপজেলার উত্তর ভাউতলী গ্রামের একটি পাটখেত থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুরের ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামের মোতালেব মুন্সীর ছেলে খোকন মুন্সী। দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কালকিনির ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকা থেকে গতকাল দুপুরে তাঁকে গ্রেপ্তার করেন ডাসার থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র মুখোপাধ্যায়। 

খোকন মুন্সীকে মোটরসাইকেলের মাঝখানে বসিয়ে পেছনে একজন পুলিশ সদস্য বসেন। মোটরসাইকেল চালান এসআই সুনীল চন্দ্র। মোটরসাইকেলটি ডাসার থানার দিকে রওনা হয়ে ডাসারের বয়াতিবাড়ী এলাকায় পৌঁছালে খোকন মুন্সী হাতকড়া পরা অবস্থায় লাফ দিয়ে পালিয়ে যান। এ সময় পুলিশের এসআই ও সদস্য পড়ে গিয়ে আহত হন। 

পরে পুলিশের একাধিক টিম আসামিকে ধরতে অভিযানে নামে। রাত সাড়ে ১১টার দিকে ডাসার উপজেলার উত্তর ভাউতলী গ্রামের একটি পাটখেত থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, পালিয়ে যাওয়া আসামি খোকন মুন্সীকে রাতে একটি পাটখেত থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু