রাজধানীর হাজারীববাগের রাস্তা থেকে এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে হাজারীবাগ বেড়িবাধ আরএস পেট্রল পাম্পের বিপরীত পাশের রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) বিপুল কুমার পাল এ তথ্য নিশ্চিত করেছেন।
বিপুল কুমার পাল জানান, খবর পেয়ে সকালে আরএস সিএনজি পেট্রল পাম্পের বিপরীত পাশের রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। একটি সাদা রঙের বাজারের ব্যাগে ভরে কেউ মরদেহটি ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। নবজাতকের বয়স বোঝা যাচ্ছে না। তবে নবজাতকটি মেয়ে বোঝা যাচ্ছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে জানান বিপুল কুমার পাল।