হোম > সারা দেশ > ঢাকা

মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের হামলায় আহত ১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরে রায়েরবাজার এলাকায় ক্যানসার গলিতে রাকিব নামে এক তরুণের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে। ‘ডাইল্লা গ্রুপ’ নামে কিশোর গ্যাংয়ের সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রাকিবকে। আহত রাকিব রায়েরবাজারের জাফরাবাদ এলাকার স্থানীয় বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত জালাল উদ্দিন।

ভুক্তভোগীর পরিবারের দাবি, বাড়ির সামনে মাদক কারবার ও কিশোর গ্যাং সদস্যদের আড্ডা দিতে নিষেধ করায় গত এক বছরে তিনবার হামলার ঘটনা ঘটে।

সর্বশেষ আজ বুধবার দুপুরে রায়েরবাজারের ইদ্রিস খান (ক্যানসার গলি) সড়কে সাত-আটজনের একটি দল রাকিবের ওপরে ফের হামলা চালায়। এতে আহত অবস্থায় রাকিবকে উদ্ধার করে রাজধানীর শেরেবাংলা নগরের পঙ্গু হাসপাতালে নেওয়া হয়।

আহত রাকিবের স্ত্রী আনিকা আক্তার বলেন, রায়েরবাজার এলাকার ক্যানসার গলিতে বাসার সামনে মাদক কারবারসহ কিশোর গ্যাংয়ের সদস্যরা নিয়মিত আড্ডা দেয়।

এই গ্যাংয়ের সদস্যরা রায়েরবাজার এলাকায় চুরি-ছিনতাই করে। তাঁদের বাড়ির সামনে আড্ডা দিতে নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে হামলা করে। এর আগেও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছিল কিশোর গ্যাং ‘ডাইল্লা গ্রুপ’ সদস্যরা।

কিশোর গ্যাংয়ের হামলার বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান ভূঞা বলেন, ‘ঘটনা শুনেছি। তবে এটি কিশোর গ্যাং বা ছিনতাইয়ের ঘটনা নয়, এটি মারামারির ঘটনা। এই ঘটনায় মামলা করা হয়েছে। আসামিকেও আমরা চিহ্নিত করেছি। দ্রুতই গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল