হোম > সারা দেশ > ঢাকা

মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের হামলায় আহত ১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরে রায়েরবাজার এলাকায় ক্যানসার গলিতে রাকিব নামে এক তরুণের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে। ‘ডাইল্লা গ্রুপ’ নামে কিশোর গ্যাংয়ের সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রাকিবকে। আহত রাকিব রায়েরবাজারের জাফরাবাদ এলাকার স্থানীয় বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত জালাল উদ্দিন।

ভুক্তভোগীর পরিবারের দাবি, বাড়ির সামনে মাদক কারবার ও কিশোর গ্যাং সদস্যদের আড্ডা দিতে নিষেধ করায় গত এক বছরে তিনবার হামলার ঘটনা ঘটে।

সর্বশেষ আজ বুধবার দুপুরে রায়েরবাজারের ইদ্রিস খান (ক্যানসার গলি) সড়কে সাত-আটজনের একটি দল রাকিবের ওপরে ফের হামলা চালায়। এতে আহত অবস্থায় রাকিবকে উদ্ধার করে রাজধানীর শেরেবাংলা নগরের পঙ্গু হাসপাতালে নেওয়া হয়।

আহত রাকিবের স্ত্রী আনিকা আক্তার বলেন, রায়েরবাজার এলাকার ক্যানসার গলিতে বাসার সামনে মাদক কারবারসহ কিশোর গ্যাংয়ের সদস্যরা নিয়মিত আড্ডা দেয়।

এই গ্যাংয়ের সদস্যরা রায়েরবাজার এলাকায় চুরি-ছিনতাই করে। তাঁদের বাড়ির সামনে আড্ডা দিতে নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে হামলা করে। এর আগেও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছিল কিশোর গ্যাং ‘ডাইল্লা গ্রুপ’ সদস্যরা।

কিশোর গ্যাংয়ের হামলার বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান ভূঞা বলেন, ‘ঘটনা শুনেছি। তবে এটি কিশোর গ্যাং বা ছিনতাইয়ের ঘটনা নয়, এটি মারামারির ঘটনা। এই ঘটনায় মামলা করা হয়েছে। আসামিকেও আমরা চিহ্নিত করেছি। দ্রুতই গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক