রাজধানীর উত্তরার বিজিবি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আলম হোসেন।
এ নিয়ে মো. আলম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বিজিবি মার্কেটে লাগা আগুন বেলা ১১টা ১০ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে। তাৎক্ষণিকভাবে এই আগুনের কারণ বা মোট ক্ষয়ক্ষতির কারণ জানা যায়নি।’
এর আগে আজ সকাল সাড়ে ১০টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসংলগ্ন ওই মার্কেটটিতে আগুন লাগে। এরপর আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট কাজ শুরু করে।