হোম > সারা দেশ > ঢাকা

যাত্রাবাড়ীতে ২ বাসের মধ্যে চাপায় যুবক নিহত

ঢামেক প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীতে দুই বাসের মধ্যে চাপায় এক যুবক নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাঁর নাম–পরিচয় জানা যায়নি। তাঁর বয়স হবে আনুমানিক ৩০ বছর।

আজ বুধবার বেলা ৩টার দিকে যাত্রাবাড়ী গোমতী পেট্রলপাম্পের ভেতরে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বিকেল সোয়া ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

তাঁকে হাসপাতালে নিয়ে আসা পরিবহন শ্রমিক মো. বাবু জানান, ওই পাম্পের কর্মচারী সে। তবে তার নাম জানেন না তিনি। পাম্পের ভেতরে ঢুকতে কয়েকটি বাস সিরিয়ালে ছিল। তখন দুই বাসের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন ওই যুবক। দেখতে পেয়ে দ্রুত তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ইলিশ পরিবহনের বাসের চালক পেছনের দিকে যাচ্ছিল। এ সময় পেছনে দাঁড় করিয়ে রাখা বিএমএফ নামে একটি বাসের মাঝে চাপা পড়েন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, যাত্রাবাড়ী থেকে পথচারীরা এক যুবককে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পথচারীরা জানান দুই বাসের চাপায় আহত হয়েছিলেন। তাঁর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার