হোম > সারা দেশ > গাজীপুর

বাংলাদেশ এডভেন্টিষ্ট নার্সিং কলেজ পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ এডভেন্টিষ্ট নার্সিং কলেজ পরিদর্শন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল। আজ রোববার দুপুরের পর বিএসসি ইন নার্সিং কোর্স এবং বিএসসি ইন নার্সিং কোর্স (পোস্ট বেসিক) পরীক্ষার কেন্দ্র অনুমোদনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দল পরিদর্শন করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হেড অব এক্সাম কন্ট্রোলার মো. বাহালুল হক চৌধুরীর নেতৃত্বে পরিদর্শনে অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক বিভাগের অধ্যাপক ডক্টর অসীম সরকার, ডেপুটি কন্ট্রোলার মো. রোকনুজ্জামান, সেকশন অফিসার মির্জা ইশতিয়াক আলম রেজা, প্রধান সহকারী জাহিদুল হাসান, আস শারূফ জীম। তাদের সম্মানার্থে কলেজ শিক্ষার্থীদের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের ও আলোচনা সভার আয়োজন করা হয়। 

নার্সিং কলেজের প্রিন্সিপাল স্যান্ড্রা রুমির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হেড অব এক্সাম কন্ট্রোলার মো. বাহালুল হক চৌধুরী, সাংস্কৃতিক ডিপার্টমেন্টের অধ্যাপক ডক্টর অসীম সরকার, বাংলাদেশ এডভেন্টিষ্ট নার্সিং কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ড. রন্টজেন পরেশ বালা প্রমুখ। সেবার মানসিকতা নিয়ে নার্সিং পেশায় সর্বোচ্চ জায়গায় নিজের অবস্থান নিশ্চিত করার জন্য বক্তারা শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন।

পরিদর্শক দলের সদস্যরা কলেজের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সন্তোষ প্রকাশ করেন। ক্যাম্পাসের পরিবেশ, পাঠদান পদ্ধতি কো-কারিকুলাম কার্যক্রম নিয়ে তারা সন্তোষ প্রকাশ করেন। পরীক্ষার কেন্দ্র অনুমোদনের ব্যাপারে সর্বোচ্চ আশ্বাস প্রদান করেন। 

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ