হোম > সারা দেশ > ঢাকা

ইজতেমা ময়দানে হামলা, থানায় ওলামা পরিষদের স্মারকলিপি

সাভার (ঢাকা) প্রতিনিধি 

বিশ্ব ইজতেমা ময়দানে নিহত ও আহতের ঘটনার প্রতিবাদে আশুলিয়া থানায় স্মারকলিপি। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থীদের হামলায় নিহত ও আহত হওয়ার ঘটনার প্রতিবাদে আশুলিয়া থানায় স্মারকলিপি প্রদান করেছেন ওলামা পরিষদের সদস্যরা। আজ সোমবার বেলা ১১টার দিকে আশুলিয়া থানার প্রধান ফটকের সামনে ওলামা মাশায়েখ, তাবলিগ সাথি ও সর্বস্তরের তৌহিদি জনতার ব্যানারে এ স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়। স্মারকলিপি গ্রহণ করেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশনস) আবদুল বারিক।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ওলামা পরিষদের আশুলিয়া থানার সভাপতি আবু জাফর কাশেমীসহ অন্যরা।

ইজতেমা ময়দানে হামলা ও হতাহতের ঘটনার নিন্দা জানিয়ে আবু জাফর কাশেমী বলেন, ঘুমন্ত অবস্থায় তাবলিগ নামধারী বিপথগামী, পথভ্রষ্ট, উগ্র, সন্ত্রাসী সাদপন্থীরা সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে অন্তত চারজনকে হত্যা করে। এ ছাড়া অসংখ্য শান্তিপ্রিয় সাধারণ মুসল্লি, ওলামা নৃশংস হামলার শিক্ষার হয়ে গুরুতর অবস্থায় দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এসব হামলাকারীকে দ্রুত গ্রেপ্তার করে শাস্তি ও সাদপন্থীদের সন্ত্রাসী কার্যক্রম বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।

পাশাপাশি মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি বজায় রাখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বক্তারা।

স্মারকলিপি প্রদান ও সংক্ষিপ্ত সমাবেশে ওলামা পরিষদের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। পরে তারা নিহত ও আহতদের জন্য বিশেষ মোনাজাত করেন।

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ