হোম > সারা দেশ > ঢাকা

ইজতেমা ময়দানে হামলা, থানায় ওলামা পরিষদের স্মারকলিপি

সাভার (ঢাকা) প্রতিনিধি 

বিশ্ব ইজতেমা ময়দানে নিহত ও আহতের ঘটনার প্রতিবাদে আশুলিয়া থানায় স্মারকলিপি। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থীদের হামলায় নিহত ও আহত হওয়ার ঘটনার প্রতিবাদে আশুলিয়া থানায় স্মারকলিপি প্রদান করেছেন ওলামা পরিষদের সদস্যরা। আজ সোমবার বেলা ১১টার দিকে আশুলিয়া থানার প্রধান ফটকের সামনে ওলামা মাশায়েখ, তাবলিগ সাথি ও সর্বস্তরের তৌহিদি জনতার ব্যানারে এ স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়। স্মারকলিপি গ্রহণ করেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশনস) আবদুল বারিক।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ওলামা পরিষদের আশুলিয়া থানার সভাপতি আবু জাফর কাশেমীসহ অন্যরা।

ইজতেমা ময়দানে হামলা ও হতাহতের ঘটনার নিন্দা জানিয়ে আবু জাফর কাশেমী বলেন, ঘুমন্ত অবস্থায় তাবলিগ নামধারী বিপথগামী, পথভ্রষ্ট, উগ্র, সন্ত্রাসী সাদপন্থীরা সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে অন্তত চারজনকে হত্যা করে। এ ছাড়া অসংখ্য শান্তিপ্রিয় সাধারণ মুসল্লি, ওলামা নৃশংস হামলার শিক্ষার হয়ে গুরুতর অবস্থায় দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এসব হামলাকারীকে দ্রুত গ্রেপ্তার করে শাস্তি ও সাদপন্থীদের সন্ত্রাসী কার্যক্রম বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।

পাশাপাশি মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি বজায় রাখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বক্তারা।

স্মারকলিপি প্রদান ও সংক্ষিপ্ত সমাবেশে ওলামা পরিষদের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। পরে তারা নিহত ও আহতদের জন্য বিশেষ মোনাজাত করেন।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির