হোম > সারা দেশ > ঢাকা

ধর্ষণের অভিযোগে ভণ্ড কবিরাজ গ্রেপ্তার  

প্রতিনিধি, সাভার (ঢাকা)

সাভারের আশুলিয়ায় ৯ বছরের শিশুকে চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণ করেছেন ভণ্ড কবিরাজ কামাল হোসেন ওরফে অষ্ট কামাল (৫৫)। এই অভিযোগে আশুলিয়া থানা-পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছেন। 

শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক আল-মামুন কবির। এর আগে শুক্রবার বিকেলে আশুলিয়ার শ্রীখন্ডিয়া এলাকা থেকে অষ্ট কামালকে গ্রেপ্তার করা হয়। 

ভণ্ড কবিরাজ কামাল চাঁদপুর জেলার মতলব থানার পাটন প্রধানবাড়ী গ্রামের মৃত আবু মোহাম্মদ প্রধানের ছেলে কামাল হোসেন ওরফে অষ্ট কামাল। তিনি নারীদের বাচ্চা প্রসবের ওষুধ দেওয়ার নাম করে আশুলিয়ার আউকপাড়া এলাকায় ফার্মেসি দিয়েছিলেন। ঘটনার পর থেকে কামাল নারায়ণগঞ্জসহ বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন। 

পুলিশ সূত্রে জানায় যায়, ভুক্তভোগী ওই শিশু তার পোশাক শ্রমিক বাবা মায়ের সঙ্গে আশুলিয়ার আউকপাড়ার আদর্শগ্রামে বসবাস করত। তাকে বাসায় রেখে প্রতিদিনের মত গত ৩ অক্টোবর কারখানায় কাজে যায় শিশুটির বাবা মা। বাবা মা কাজে চলে যাওয়ার পর শিশুটি বাইরে খেলতে বের হলে ভণ্ড কবিরাজ চকলেট কিনে দেওয়ার কথা বলে তার দোকানে নিয়ে যায় এবং শিশুটিকে ধর্ষণ করে। 

ঘটনা জানাজানি হলে ভণ্ড কবিরাজ আত্মগোপনে যান। এ ঘটনায় গত ১৯ আগস্ট মামলা দায়ের হলে আসামি গ্রেপ্তারের অভিযানে নামে পুলিশ। পরে আজ আশুলিয়ার শ্রীখন্ডিয়া এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়। 

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক আল-মামুন কবির আজকের পত্রিকাকে বলেন, আসামি বারবার স্থান পরিবর্তন করছিলেন। অবশেষে আশুলিয়ার শ্রীখন্ডিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ