হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

পাকুন্দিয়ায় বালুবাহী ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী নিহত

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বালুবাহী ট্রাকচাপায় এমদাদুল হক (৪৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার ভিটিপাড়া এলাকায় এ দুর্ঘটনার ঘটনা ঘটে। 

নিহত এমদাদুল হক উপজেলার পাটুয়াভাঙা ইউনিয়নের কলাদিয়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত আবদুল আউয়াল মুন্সীর ছেলে। 

দুর্ঘটনার তথ্যটি নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানাধীন আহুতিয়া তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. মোশাররফ হোসেন। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে নিজ বাড়ি থেকে বাইসাইকেলে দরগা বাজারে আসছিলেন ওই ব্যক্তি। শিমুলিয়া চৌরাস্তা-দরগা বাজার সড়কের ভিটিপাড়া আলতু শাহ মাজারসংলগ্ন পৌঁছলে পেছন দিক থেকে ছেড়ে আসা বালুবাহী একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে সাইকেল থেকে ছিটকে পাকা সড়কে পড়ে গিয়ে মাথায় গুরুতর আহত হন এমদাদুল হক। এর ফলে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

খবর পেয়ে আহুতিয়া তদন্তকেন্দ্রের একদল ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে। 

আহুতিয়া তদন্তকেন্দ্রের ইনচার্জ মোশারফ হোসেন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১