হোম > সারা দেশ > ঢাকা

নিম্নতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গার্মেন্টস শিল্প সেক্টরের শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বোর্ড গঠন ও নিম্নতম মজুরি ২৩ হাজার টাকা ঘোষণার দাবিতে সংবাদ সম্মেলন করেছে গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (জি–স্কপ) ও ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)। আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের সভাপতি আমিরুল হক আমিন বলেন, ‘শক্তি ও ঐক্য ছাড়া গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি ২৩ হাজার টাকা আদায় সম্ভব নয়।’

আমিরুল হক আমিন আরও বলেন, ‘আমরা যে দাবি করছি, সে জন্য আমাদের সব শ্রমিক সংগঠনকে ঐক্যবদ্ধ হতে হবে। পাশাপাশি শক্তি অর্জন করতে হবে। এই দুটো কাজ যদি আমরা করতে পারি, তাহলে অবশ্যই এই ন্যায্য দাবি আদায় করা সম্ভব। শ্রম আইন অনুযায়ী নিম্নতম মজুরি হারের সুপারিশ ও নতুনভাবে মজুরি কাঠামো ঘোষণার বিধান আছে। ২০১৮ সালের ১ ডিসেম্বর সর্বশেষ মজুরি ঘোষণা করা হয়েছিল। কিন্তু এরই মধ্যে দ্রব্যমূল্য ও গার্মেন্টস রপ্তানি দুটোই বেড়েছে। কিন্তু শ্রমিকদের মজুরি বাড়েনি। শ্রমিকেরা তাঁদের প্রয়োজনীয় খাবার কেনার সামর্থ্যও হারিয়ে ফেলেছে।’ 

দ্রব্যমূল্যকে বিবেচনায় রেখে ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, কম্বোডিয়াসহ বিভিন্ন দেশে মজুরি পুনর্নির্ধারণ করা হয় উল্লেখ করে তিনি বলেন, ‘কানাডায় প্রতি দুই বছর পরপর পুনর্নির্ধারণ করা হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) গবেষণায় এলাকাভিত্তিক তিন ধরনের মজুরি প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে ঢাকায় ২২ হাজার ৮০০ টাকা, ঢাকার পাশে স্যাটেলাইট সিটিতে ২১ হাজার টাকা এবং চট্টগ্রামে ২০ হাজার ৪০০ টাকা। পাঁচটি গ্রেড ও মহার্ঘ ভাতার প্রস্তাবও করেছে বিলস। তাই আমরা নিম্নতম মজুরি ২৩ হাজার টাকা দাবি করছি।’ 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের সাধারণ সম্পাদক কুতুবুদ্দিন আহমেদ, যুগ্ম সমন্বয়ক কামরুল আহসান প্রমুখ। 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন