হোম > সারা দেশ > নরসিংদী

ঢাকা-ভৈরব বাজার রুটে নতুন কমিউটার ট্রেনের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভৈরব বাজার থেকে ছেড়ে আসা নরসিংদী কমিউটার-১ ট্রেন। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-নরসংদী-ভৈরব বাজার রুটে নতুন এক জোড়া কমিউটার ট্রেন চালু হয়েছে। আজ বুধবার সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে এই ট্রেনের উদ্বোধন করেন রেলপথ উপদেষ্টা ফাওজুল কবির খান।

ভৈরব বাজার থেকে ছেড়ে আসা নরসিংদী কমিউটার-১ রাজধানীর কমলাপুর রেলস্টেশনে স্বাগত জানানোর মাধ্যমে এ ট্রেন সেবার উদ্বোধন করা হয়। এ সময় ট্রেনের যাত্রীদের ফুল দিয়ে বরণ করা হয়।

নতুন ট্রেনের বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এই ট্রেনের আসনবিন্যাস মেট্রোরেলের আদলে করা হয়েছে। মেট্রোরেলের ভেতর বসার সিট যেমন থাকে এই ট্রেনের ভেতরের আসন ব্যবস্থাও সেই রকম করা হয়েছে।’

ট্রেনটি ঘুরে দেখা যায়, নাম নতুন হলেও, ট্রেনটি মূলত পুরোনো কোচ মডিফিকেশন করে নামানো হয়েছে।

এদিকে, নরসিংদী কমিউটার-১ ট্রেনটি সকাল ৬টা ৪৫ মিনিটে ভৈরব বাজার থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে সকাল ৯টা ৫ মিনিটে। ট্রেনটি দৌলতকান্দী, মেথিকান্দা, নরসিংদী, আড়িখোলা, টঙ্গী, ঢাকা বিমানবন্দর, ঢাকা ক্যান্টনমেন্ট ও তেজগাঁও স্টেশনে যাত্রা বিরতি করবে।

অন্য দিকে, নরসিংদী কমিউটার-৪ কমলাপুর রেলস্টেশন, ঢাকা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ছেড়ে ভৈরব বাজার পৌঁছাবে রাত ৯টা ১০ মিনিটে। নরসিংদী কমিউটার-৪ তেজগাঁও, ঢাকা বিমানবন্দর, টঙ্গী, পুবাইল, আড়িখোলা, নরসিংদী ও মেথিকান্দায় যাত্রাবিরতি করবে। কমিউটার ট্রেন দুটির টিকিট সংশ্লিষ্ট কাউন্টার হতে ইস্যু করা হবে।

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি