হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে ফসিহ পাগলার মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর সদর থানাধীন পোড়াবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে প্রতিষ্ঠিত শাহ সুফি ফসিহ উদ্দিন (ফসিহ পাগলার) মাজারে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। 

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) জুম্মার নামাজের পর ঘটনাটি ঘটে। একযোগে মাজারের সীমানা প্রাচীর, মাজারের পাকা ভবনসহ বিভিন্ন স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং আসবাবপত্রসহ বিভিন্ন মালামালে অগ্নিসংযোগ করা হয়। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শুক্রবার জুম্মার নামাজের পর পর আশপাশের কয়েকটি মসজিদ থেকে কয়েকশ মুসল্লি ভাড়া করা একটি এসকেভেটর (ভেকু), লাঠি-সোঁটা ও শাবল-রড নিয়ে একযোগে মাজারে হামলা চালায়। তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে মাজারের পাকা গেট ও সীমানা প্রাচীর, খাদেমের ঘর, মোমবাতি-আগরবাতি রাখার ঘর ও মাজারের পাকা মূল ভবন এবং কবরস্থান ভেঙে গুঁড়িয়ে দেয়। পরে সেখানে তাঁরা আসবাবপত্রসহ বিভিন্ন মালামালে অগ্নিসংযোগ করে। এ সময় মাজারের খাদেম এবং ভক্তরা প্রাণ ভয়ে মাজার থেকে পালিয়ে যায়। 

ভাঙচুরকালে মাজারে লুটপাটের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শী ফসিহ উদ্দিন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার এক শিক্ষক বলেন, ৮০-এর দশকে মহানগরীর সদর থানা এলাকার পোড়াবাড়ি বাজারের দক্ষিণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে মাজারটি গড়ে ওঠে। মাজার চত্বরে একটি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা ছাড়াও সেখানে ফসিহ উদ্দিন দাখিল মাদ্রাসা ও মসজিদ রয়েছে। ফসিহ উদ্দিনের ভক্তদের দানের টাকায় এসব মসজিদ-মাদ্রাসার খরচ চলে। 

স্থানীয়দের কয়েকজন অভিযোগ করেছেন, এ মাজারে সপ্তাহের বৃহস্পতিবার ও রোববার মেলার নামে নারী-পুরুষের নৃত্য, গাঁজার জমজমাট আসর চলত। এ মাজারে দেশের বিভিন্ন স্থান থেকে তাঁর ভক্তরা কবুতর, ছাগল, মুরগি এমনকি গরু এনে জবাই করে রান্না করে খাবারের আয়োজন করত। কোনো না কোনো মানত হিসেবে তাঁরা এসব রান্নাবান্না করত। 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক মুসল্লি জানান, মাজারের শিরক, বেদআত কার্যক্রম, গাঁজাসেবনসহ নানা অনৈসলামিক কাজক্রম হয়। তাই এলাকার মুসল্লিরা পরামর্শ করেই এ মাজার গুঁড়িয়ে দেয়। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (সদর জোন) সহকারী কমিশনার মো. মাকসুদুর রহমান মাজারে হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে থানা-পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন