হোম > সারা দেশ > ঢাকা

লরিচাপায় পুলিশ সদস্যসহ ২ জন নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরার আবদুল্লাহপুরে গাড়িচাপা দিয়ে পুলিশ কনস্টেবলসহ দুজনকে নিহতের ঘটনায় চালক আব্দুল আল আজাদকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর ফকিরা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ওই লরি চালক চর ফকিরা এলাকার ছম আলী মিস্ত্রি বাড়ির আব্দুল মান্নানের ছেলে।

এ বিষয়ে উত্তরা পশ্চিম ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন আজকের পত্রিকাকে বলেন, নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে লরি চালক আব্দুল আল আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর বিকেলে তাঁকে থানায় নিয়ে আসা হয়েছে।

ওসি বলেন, ঘটনার পর লরিচালক আজাদ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যান। তারপর নোয়াখালী গিয়ে শ্বশুর বাড়িতে আত্মগোপন করেছিলেন। পরে তথ্য প্রযুক্তিগত সহায়তায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আরও বলেন, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে গাড়ি চাপা দিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। আজাদ পুলিশকে জানান, লরির ব্রেক ফেল করে এ দুর্ঘটনা ঘটেছে।

এর আগে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আবদুল্লাহপুরের টঙ্গী ব্রিজের ১০০ গজ দক্ষিণপাশে ২৭ আগস্ট রাত ৩টা ২০ মিনিটের সময় এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাফিক পুলিশের উত্তরা পূর্ব জোনের কনস্টেবল কাজী মাসুদ (৩৮) ও বাস কাউন্টারের লাইনম্যান (স্টাফ) জাহাঙ্গীর আলম (২৭) গুরুতর আহত হন। পরবর্তীতে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কনস্টেবল কাজী মাসুদকে মৃত ঘোষণা করে। পরে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৮ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে জাহাঙ্গীর আলম মারা যান। এ ঘটনায় নিহত ট্রাফিক পুলিশ কনস্টেবল মাসুদের স্ত্রী রিনি সুলতানা বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা করেন। ওই মামলায় লং ভেহিকেল (লরি) চালককে একমাত্র আসামি করা হয়।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ