হোম > সারা দেশ > ঢাকা

র‍্যাব হেফাজতে জেসমিনের মৃত্যু: যুগ্ম সচিব এনামুলের মামলায় সেই আল-আমিন ঢাকায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

র‍্যাব হেফাজতে মৃত সুলতানা জেসমিনকে আটকের পর যুগ্ম সচিব মো. এনামুল হক এক বছর আগের যে ঘটনা তুলে ধরে মামলা করেছিলেন, সেই মামলার আসামি আল-আমিনকে এক সপ্তাহ পর গ্রেপ্তার করেছে র‍্যাব।  

আল-আমিনকেে গতকাল বুধবার (২৯ মার্চ) রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে র‍্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান।

র‍্যাব-৩-এর এই কর্মকর্তা বলেন, আল-আমিন রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত যুগ্ম সচিব মো. এনামুল হকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাৎসংক্রান্ত মামলার এজাহারনামীয় প্রধান আসামি।

‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রতারক চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।’

স্থানীয় সরকারের রাজশাহী বিভাগের পরিচালক এনামুল হক আগেই জানতে পেরেছিলেন, নিজের ফেসবুক আইডি ‘হ্যাক’ করে তাঁর নাম করে চাকরির প্রলোভন দিয়ে টাকা নেওয়া হচ্ছে। কিন্তু এক বছরে পুলিশ কয়েকবার ডেকেও তাঁকে দিয়ে মামলা করাতে পারেনি।

এক বছর পর গত ২২ মার্চ এই প্রতারণার ঘটনায় এনামুল হকের মৌখিক অভিযোগের ভিত্তিতে তাঁর উপস্থিতিতে নওগাঁর ভূমি অফিসের কর্মচারী সুলতানা জেসমিনকে (৩৮) তুলে নিয়ে জিজ্ঞাসাবাদ করে র‍্যাব। আটকের পরদিন জেসমিন যখন হাসপাতালে মুমূর্ষু অবস্থায়, তখন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন এনামুল। 

আরও পড়ুন:

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ