হোম > সারা দেশ > ঢাকা

র‍্যাব হেফাজতে জেসমিনের মৃত্যু: যুগ্ম সচিব এনামুলের মামলায় সেই আল-আমিন ঢাকায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

র‍্যাব হেফাজতে মৃত সুলতানা জেসমিনকে আটকের পর যুগ্ম সচিব মো. এনামুল হক এক বছর আগের যে ঘটনা তুলে ধরে মামলা করেছিলেন, সেই মামলার আসামি আল-আমিনকে এক সপ্তাহ পর গ্রেপ্তার করেছে র‍্যাব।  

আল-আমিনকেে গতকাল বুধবার (২৯ মার্চ) রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে র‍্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান।

র‍্যাব-৩-এর এই কর্মকর্তা বলেন, আল-আমিন রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত যুগ্ম সচিব মো. এনামুল হকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাৎসংক্রান্ত মামলার এজাহারনামীয় প্রধান আসামি।

‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রতারক চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।’

স্থানীয় সরকারের রাজশাহী বিভাগের পরিচালক এনামুল হক আগেই জানতে পেরেছিলেন, নিজের ফেসবুক আইডি ‘হ্যাক’ করে তাঁর নাম করে চাকরির প্রলোভন দিয়ে টাকা নেওয়া হচ্ছে। কিন্তু এক বছরে পুলিশ কয়েকবার ডেকেও তাঁকে দিয়ে মামলা করাতে পারেনি।

এক বছর পর গত ২২ মার্চ এই প্রতারণার ঘটনায় এনামুল হকের মৌখিক অভিযোগের ভিত্তিতে তাঁর উপস্থিতিতে নওগাঁর ভূমি অফিসের কর্মচারী সুলতানা জেসমিনকে (৩৮) তুলে নিয়ে জিজ্ঞাসাবাদ করে র‍্যাব। আটকের পরদিন জেসমিন যখন হাসপাতালে মুমূর্ষু অবস্থায়, তখন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন এনামুল। 

আরও পড়ুন:

হাদি সিঙ্গাপুরে, হামলার নেপথ্যের ব্যক্তিরা অজানা

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ