হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জে পদ্মাসেতুর টোল প্লাজায় যানবাহনের চাপ। ছবি: আজকের পত্রিকা

ঈদযাত্রা উপলক্ষে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গমুখী মানুষের ঢল নেমেছে। আজ শুক্রবার ভোর থেকেই এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ প্রান্তে স্বাভাবিক সময়ের চেয়ে যানবাহনের চাপ বেশি লক্ষ করা গেছে।

তবে যানবাহনের চাপ বেশি থাকলেও মাওয়া প্রান্তের টোল প্লাজায় সামান্য সময় অপেক্ষার পরই নির্বিঘ্নে টোল দিয়ে গাড়িগুলো পদ্মা সেতু পার হচ্ছে বলে জানা গেছে। আজকের যাত্রায় দূরপাল্লার যাত্রীবাহী বাসের পাশাপাশি প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটরসাইকেলের আধিক্য চোখে পড়েছে।

রাজধানীর মোহাম্মদপুর থেকে সপরিবারে বরিশালে যাচ্ছেন রাজিয়া সুলতানা নামের এক নারী। তিনি বলেন, ‘গত বছরও পদ্মা সেতু দিয়ে গিয়েছিলাম, এবার আরও সহজে আসতে পারছি। ছোট বাচ্চা নিয়ে আগে লঞ্চে যেতে অনেক কষ্ট হতো। এখন গাড়িতে বসেই আরামে যাওয়া যায়।’

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রাকিবুল ইসলাম প্রাইভেটকারে সপরিবারে খুলনা যাচ্ছেন। তিনি বলেন, ‘এক্সপ্রেসওয়ে আর সেতু থাকার কারণে ঈদের যাত্রা এখন আর ভয় নয়, আনন্দের অংশ। যানজটও তেমন নেই। শুধু টোল প্লাজায় ৫-১০ মিনিট দাঁড়াতে হচ্ছে।’

মোটরসাইকেলচালক মিজানুর রহমান বলেন, ‘ঢাকা থেকে সকালে রওনা দিয়েছি। যানজট না থাকায় দ্রুতই মাওয়া পৌঁছে গেছি। শুধু টোল প্লাজায় একটু অপেক্ষা করতে হয়েছে।’

বাসচালক আলমগীর হোসেন বলেন, ‘আগে ঈদের সময় মাওয়া ঘাটে কয়েক ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হতো। এখন পদ্মা সেতু দিয়ে মিনিটের মধ্যেই পার হয়ে যাচ্ছি। যাত্রীরা সন্তুষ্ট, আমরাও স্বস্তিতে আছি।’

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, ‘ঈদযাত্রায় যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে আমরা দিনরাত কাজ করছি। এক্সপ্রেসওয়ের বিভিন্ন পয়েন্টে ট্রাফিক নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো পর্যন্ত কোনো বড় ধরনের যানজট বা দুর্ঘটনার খবর নেই। আমরা চেষ্টা করছি যাত্রীদের সর্বোচ্চ সহায়তা দিতে।’

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে