হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জে পদ্মাসেতুর টোল প্লাজায় যানবাহনের চাপ। ছবি: আজকের পত্রিকা

ঈদযাত্রা উপলক্ষে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গমুখী মানুষের ঢল নেমেছে। আজ শুক্রবার ভোর থেকেই এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ প্রান্তে স্বাভাবিক সময়ের চেয়ে যানবাহনের চাপ বেশি লক্ষ করা গেছে।

তবে যানবাহনের চাপ বেশি থাকলেও মাওয়া প্রান্তের টোল প্লাজায় সামান্য সময় অপেক্ষার পরই নির্বিঘ্নে টোল দিয়ে গাড়িগুলো পদ্মা সেতু পার হচ্ছে বলে জানা গেছে। আজকের যাত্রায় দূরপাল্লার যাত্রীবাহী বাসের পাশাপাশি প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটরসাইকেলের আধিক্য চোখে পড়েছে।

রাজধানীর মোহাম্মদপুর থেকে সপরিবারে বরিশালে যাচ্ছেন রাজিয়া সুলতানা নামের এক নারী। তিনি বলেন, ‘গত বছরও পদ্মা সেতু দিয়ে গিয়েছিলাম, এবার আরও সহজে আসতে পারছি। ছোট বাচ্চা নিয়ে আগে লঞ্চে যেতে অনেক কষ্ট হতো। এখন গাড়িতে বসেই আরামে যাওয়া যায়।’

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রাকিবুল ইসলাম প্রাইভেটকারে সপরিবারে খুলনা যাচ্ছেন। তিনি বলেন, ‘এক্সপ্রেসওয়ে আর সেতু থাকার কারণে ঈদের যাত্রা এখন আর ভয় নয়, আনন্দের অংশ। যানজটও তেমন নেই। শুধু টোল প্লাজায় ৫-১০ মিনিট দাঁড়াতে হচ্ছে।’

মোটরসাইকেলচালক মিজানুর রহমান বলেন, ‘ঢাকা থেকে সকালে রওনা দিয়েছি। যানজট না থাকায় দ্রুতই মাওয়া পৌঁছে গেছি। শুধু টোল প্লাজায় একটু অপেক্ষা করতে হয়েছে।’

বাসচালক আলমগীর হোসেন বলেন, ‘আগে ঈদের সময় মাওয়া ঘাটে কয়েক ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হতো। এখন পদ্মা সেতু দিয়ে মিনিটের মধ্যেই পার হয়ে যাচ্ছি। যাত্রীরা সন্তুষ্ট, আমরাও স্বস্তিতে আছি।’

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, ‘ঈদযাত্রায় যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে আমরা দিনরাত কাজ করছি। এক্সপ্রেসওয়ের বিভিন্ন পয়েন্টে ট্রাফিক নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো পর্যন্ত কোনো বড় ধরনের যানজট বা দুর্ঘটনার খবর নেই। আমরা চেষ্টা করছি যাত্রীদের সর্বোচ্চ সহায়তা দিতে।’

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না