হোম > সারা দেশ > ঢাকা

মোহাম্মদপুরে কিশোর গ্যাং পরিচালনাকারীসহ গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মোহাম্মদপুর থেকে কিশোর গ্যাং পরিচালনাকারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা ডায়মন্ড ও দে ধাক্কা নামের কিশোর গ্যাং পরিচালনা করেন। গতকাল শুক্রবার রাতে রাজধানীর আদাবরের মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. জুলফিকার আলী (৩৭), মো. হারুন অর রশিদ (৩৮), মো. শামছুদ্দিন ব্যাপারী (৪৮), কৃষ্ণ চন্দ্র দাস (২৮) ও মো. সুরুজ মিয়া (৩৯)।

এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করা হয়। 

আজ শনিবার রাজধানীর টিকাটুলির র‍্যাব-৩ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির অধিনায়ক (সিও) লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এসব তথ্য জানান। 

আরিফ মহিউদ্দিন বলেন, মোহাম্মদপুরে বেশ কিছু কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। এর মধ্যে জুলফিকারের নেতৃত্বে ডায়মন্ড এবং দে ধাক্কা নামে দুটি কিশোর গ্যাং পরিচালিত হতো। গ্যাং পরিচালনা করার জন্য হারুন, শামছুদ্দিন ব্যাপারী, কৃষ্ণ চন্দ্র দাস ও সুরুজ মিয়া সহযোগিতা করেন। জুলফিকার ডায়মন্ড এবং দে ধাক্কা গ্রুপের কিশোর গ্যাংয়ের কাছে দেশি-বিদেশি পিস্তল ও বিভিন্ন দেশীয় অস্ত্র সরবরাহ করেন। আধিপত্য বিস্তারের জন্য কিশোর গ্যাংয়ের সদস্যদের অস্ত্র সরবরাহ করে এলাকায় ভীতিকর পরিবেশের সৃষ্টি করেন। এ ছাড়া তাঁরা মাদক ক্রয়-বিক্রয় ও সেবন, চাঁদাবাজি, ছিনতাইসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতেন। সুনির্দিষ্ট অভিযোগের পর তাঁদের গ্রেপ্তার করা হয়।

আরিফ মহিউদ্দিন আরও বলেন, জুলফিকার এর আগে একাধিকবার কারাগারে যান। কারাগারে পরিচয় হয় হারুনের সঙ্গে। জামিনে মুক্ত হয়ে হারুনের সঙ্গে তিনি রাজধানীর মোহাম্মদপুরে বসবাস করেন। এলাকায় মাদক সেবনের আড্ডায় কৃষ্ণ, শামছুদ্দিন, সুরুজসহ বেশ কিছু মাদকসেবী যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়। এরপর তিনি কিশোর গ্যাং সদস্যদের নেতৃত্ব দেওয়ার পরিকল্পনা করেন। ২০২২ সালে কিশোর গ্যাংদের নিয়ে ডায়মন্ড নামের কিশোর গ্যাং তৈরি করেন। এরপর আরেকটি কিশোর গ্যাং বাহিনী তৈরি করে সেটার নাম দেন দে ধাক্কা। তাঁদের দিয়ে এলাকায় নানা অপরাধ কার্যক্রম করাতেন। 

তিনি বলেন, জুলফিকারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ছাড়া গ্রেপ্তার ব্যক্তিদের আজ আদালতে প্রেরণ করা হয়েছে।

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ

হাদি হত্যা: বাদীর নারাজি আবেদন গ্রহণ, সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

একজন ওয়ার্ড কাউন্সিলরের পরিকল্পনায় হাদি হত্যা—ডিবি পুলিশের তদন্ত প্রতিবেদন রীতিমতো হাস্যকর: বাদীপক্ষ

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ দ্বিতীয় দিনে, তীব্র যানজটে ভোগান্তি

হাদি হত্যা: ডিবির চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি