হোম > সারা দেশ > ঢাকা

মোহাম্মদপুরে কিশোর গ্যাং পরিচালনাকারীসহ গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মোহাম্মদপুর থেকে কিশোর গ্যাং পরিচালনাকারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা ডায়মন্ড ও দে ধাক্কা নামের কিশোর গ্যাং পরিচালনা করেন। গতকাল শুক্রবার রাতে রাজধানীর আদাবরের মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. জুলফিকার আলী (৩৭), মো. হারুন অর রশিদ (৩৮), মো. শামছুদ্দিন ব্যাপারী (৪৮), কৃষ্ণ চন্দ্র দাস (২৮) ও মো. সুরুজ মিয়া (৩৯)।

এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করা হয়। 

আজ শনিবার রাজধানীর টিকাটুলির র‍্যাব-৩ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির অধিনায়ক (সিও) লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এসব তথ্য জানান। 

আরিফ মহিউদ্দিন বলেন, মোহাম্মদপুরে বেশ কিছু কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। এর মধ্যে জুলফিকারের নেতৃত্বে ডায়মন্ড এবং দে ধাক্কা নামে দুটি কিশোর গ্যাং পরিচালিত হতো। গ্যাং পরিচালনা করার জন্য হারুন, শামছুদ্দিন ব্যাপারী, কৃষ্ণ চন্দ্র দাস ও সুরুজ মিয়া সহযোগিতা করেন। জুলফিকার ডায়মন্ড এবং দে ধাক্কা গ্রুপের কিশোর গ্যাংয়ের কাছে দেশি-বিদেশি পিস্তল ও বিভিন্ন দেশীয় অস্ত্র সরবরাহ করেন। আধিপত্য বিস্তারের জন্য কিশোর গ্যাংয়ের সদস্যদের অস্ত্র সরবরাহ করে এলাকায় ভীতিকর পরিবেশের সৃষ্টি করেন। এ ছাড়া তাঁরা মাদক ক্রয়-বিক্রয় ও সেবন, চাঁদাবাজি, ছিনতাইসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতেন। সুনির্দিষ্ট অভিযোগের পর তাঁদের গ্রেপ্তার করা হয়।

আরিফ মহিউদ্দিন আরও বলেন, জুলফিকার এর আগে একাধিকবার কারাগারে যান। কারাগারে পরিচয় হয় হারুনের সঙ্গে। জামিনে মুক্ত হয়ে হারুনের সঙ্গে তিনি রাজধানীর মোহাম্মদপুরে বসবাস করেন। এলাকায় মাদক সেবনের আড্ডায় কৃষ্ণ, শামছুদ্দিন, সুরুজসহ বেশ কিছু মাদকসেবী যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়। এরপর তিনি কিশোর গ্যাং সদস্যদের নেতৃত্ব দেওয়ার পরিকল্পনা করেন। ২০২২ সালে কিশোর গ্যাংদের নিয়ে ডায়মন্ড নামের কিশোর গ্যাং তৈরি করেন। এরপর আরেকটি কিশোর গ্যাং বাহিনী তৈরি করে সেটার নাম দেন দে ধাক্কা। তাঁদের দিয়ে এলাকায় নানা অপরাধ কার্যক্রম করাতেন। 

তিনি বলেন, জুলফিকারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ছাড়া গ্রেপ্তার ব্যক্তিদের আজ আদালতে প্রেরণ করা হয়েছে।

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’