হোম > সারা দেশ > ঢাকা

সাভারে পুলিশের এসআই পরিচয়ে প্রতারণা, অভিযুক্ত কারাগারে

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় পুলিশের এসআই পরিচয়ে ডিসি অফিসে চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগে এক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে গতকাল সোমবার রাতে আশুলিয়ার পলাশবাড়ি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

আজ মঙ্গলবার সন্ধ্যায় আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) বিপুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তার মো. ইকরাম সরদার ফরিদপুরের প্রতাপ সিংহ গ্রামের বাসিন্দা। তিনি আশুলিয়ার মধুপুর বড়টেক এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। 

মামলা সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর রিনা আক্তার নামে ভুক্তভোগী ও তাঁর শাশুড়ি রিনা বেগম সাভার থেকে আশুলিয়ায় বাসে করে বাসায় ফেরার সময় ইকরাম সরদারের সঙ্গে পরিচয় হয়। নিজেকে আশুলিয়া থানার এসআই পরিচয় দিয়ে তাঁদের সঙ্গে সম্পর্ক করেন। একপর্যায়ে রিনা আক্তারের স্বামীকে ডিসি অফিসে ভালো চাকরি দেওয়ার কথা বলে প্রথমে বিকাশের মাধ্যমে ১৩ হাজার টাকা হাতিয়ে নেন। এরপর চাকরি হয়ে গেছে বলে ১ লাখ ২০ হাজার টাকা দাবি করে তাঁদের বাসায় এসে চাপ দিতে থাকেন। এ সময় ইকরামকে চাকরির নিয়োগপত্র দেখাতে বললে তিনি টালবাহানা করতে থাকে। এতে তাঁদের সন্দেহ হলে পুলিশকে জানানো হয়। 

এ বিষয়ে আশুলিয়া থানার (উপপরিদর্শক) এসআই বিপুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত ব্যক্তি সরলতার সুযোগ নিয়ে সম্পর্ক করেন ভুক্তভোগী পরিবারের সঙ্গে। পরে নিজেকে আশুলিয়া থানার এসআই পরিচয়ে চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎ করেন।’ 

তিনি আরও বলেন, ‘পরে আরও টাকা নিতে বাসায় এসে চাপ দেন। সন্দেহ হলে ৯৯৯-এ ফোন দেন ভুক্তভোগীরা। ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করা হয়। তথ্য নিয়ে দেখা যায়, তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় আগে আরও ছয়টি মামলা রয়েছে।’

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক