হোম > সারা দেশ > ঢাকা

সাভারে পুলিশের এসআই পরিচয়ে প্রতারণা, অভিযুক্ত কারাগারে

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় পুলিশের এসআই পরিচয়ে ডিসি অফিসে চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগে এক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে গতকাল সোমবার রাতে আশুলিয়ার পলাশবাড়ি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

আজ মঙ্গলবার সন্ধ্যায় আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) বিপুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তার মো. ইকরাম সরদার ফরিদপুরের প্রতাপ সিংহ গ্রামের বাসিন্দা। তিনি আশুলিয়ার মধুপুর বড়টেক এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। 

মামলা সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর রিনা আক্তার নামে ভুক্তভোগী ও তাঁর শাশুড়ি রিনা বেগম সাভার থেকে আশুলিয়ায় বাসে করে বাসায় ফেরার সময় ইকরাম সরদারের সঙ্গে পরিচয় হয়। নিজেকে আশুলিয়া থানার এসআই পরিচয় দিয়ে তাঁদের সঙ্গে সম্পর্ক করেন। একপর্যায়ে রিনা আক্তারের স্বামীকে ডিসি অফিসে ভালো চাকরি দেওয়ার কথা বলে প্রথমে বিকাশের মাধ্যমে ১৩ হাজার টাকা হাতিয়ে নেন। এরপর চাকরি হয়ে গেছে বলে ১ লাখ ২০ হাজার টাকা দাবি করে তাঁদের বাসায় এসে চাপ দিতে থাকেন। এ সময় ইকরামকে চাকরির নিয়োগপত্র দেখাতে বললে তিনি টালবাহানা করতে থাকে। এতে তাঁদের সন্দেহ হলে পুলিশকে জানানো হয়। 

এ বিষয়ে আশুলিয়া থানার (উপপরিদর্শক) এসআই বিপুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত ব্যক্তি সরলতার সুযোগ নিয়ে সম্পর্ক করেন ভুক্তভোগী পরিবারের সঙ্গে। পরে নিজেকে আশুলিয়া থানার এসআই পরিচয়ে চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎ করেন।’ 

তিনি আরও বলেন, ‘পরে আরও টাকা নিতে বাসায় এসে চাপ দেন। সন্দেহ হলে ৯৯৯-এ ফোন দেন ভুক্তভোগীরা। ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করা হয়। তথ্য নিয়ে দেখা যায়, তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় আগে আরও ছয়টি মামলা রয়েছে।’

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ