হোম > সারা দেশ > ঢাকা

সারা পৃথিবীর মানুষ উন্নত হচ্ছে, ইনশা আল্লাহ আমরাও হব: স্থানীয় সরকারমন্ত্রী

ঢাবি প্রতিনিধি

সারা পৃথিবীর মানুষ উন্নত হচ্ছে, ইনশা আল্লাহ আমরাও উন্নত হব বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। 

আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক হাবিবুল্লাহ কনফারেন্স হলে অ্যাকশনিস্ট ফাউন্ডেশনের আয়োজনে ‘ইয়ুথ লিডারশিপ স্কিলস ফর স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক সিম্পোজিয়ামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

তাজুল ইসলাম বলেন, ‘আমরা স্মার্ট বাংলাদেশের জন্য কাজ করছি। সবাইকে কাজ করতে হবে। সারা পৃথিবীর মানুষ উন্নত হচ্ছে ইনশা আল্লাহ আমরাও উন্নত হব। আর যদি না হই তাহলে এটির জন্য আমরা সবাই দায়ী। অপরচুনিটিতে আমাদের কোনো ড্রব্যাক নেই। জাপানে কোন প্রাকৃতিক সম্পদ নেই যেটা তাদের অর্থনীতিকে চাঙা করবে। কিন্তু তারপরও তারা আজ কত উন্নত। আমাদের তো কিছুটা হলেও সম্পদ আছে। সুতরাং আমাদের সামনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।’ 

তাজুল ইসলাম আরও বলেন, ‘দেশের গণতন্ত্র নিয়ে অনেকে কথা বলেন। আমাদের গণতন্ত্রকে আপহোল্ড করতে কাজ করার ব্যাপারে আমরা অবশ্যই কমিটেড। কিন্তু আপনি যদি আমাদের ইউরোপের গণতন্ত্রের সঙ্গে তুলনা করেন, যারা কোনো বাধা ছাড়াই শত শত বছর গণতন্ত্র চর্চা করেছে, এটা কোনো সঠিক তুলনা হতে পারে না।’ 
 
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘২০ বছরের সামরিক শাসন বাদ দিলে আমাদের গণতন্ত্রের যাত্রা ৩০ বছরের বেশি নয়। সুতরাং ২০০ বছরের সঙ্গে ৩০ বছরের তুলনা কখনো হয় না। আমরা আস্তে আস্তে আগাচ্ছি। না এগোলে আমাদের এত পরিবর্তন আসত না।’ 

শুধু সমালোচনা না করে ভালো কাজের প্রশংসা করারও পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা শুধু সমালোচনাই করি—সে এটা করে নাই, ওটা করে নাই। কিন্তু হাজার-লক্ষ কাজ তো হয়েছে। সেটার কথাও বলেন। তবে অবশ্যই ব্যর্থতা আছে। আপনি আমাকে পরামর্শ দেন, মাননীয় মন্ত্রী এটা হওয়া উচিত ছিল। দ্যান আই ক্যান ডু। আই উইল বি আওয়ার।’ 

সিম্পোজিয়ামের শুরুতে ‘লিডারশিপ স্কিলস ফর স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক মূল বক্তব্য উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক ড. মো. আসিফ হোসাইন খান। 

সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাকশনিস্ট ফাউন্ডেশনের চেয়ারপারসন শাহরিন শাহজাহান নাওমি। ‘ইয়ুথ লিডারশিপ স্কিলস ফর স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক প্যানেল ডিসকাশনে অংশ নেন স্মার্ট বাংলাদেশ নেটওয়ার্কের চেয়ারম্যান আবুল কালাম আজাদ এমপি, বাংলাদেশ জুট মিলস করপোরেশনের বৈজ্ঞানিক উপদেষ্টা ড. মোহাম্মদ মোবারক আহমেদ খান, উইমেন ইন ডিজিটাল-এর প্রধান নির্বাহী কর্মকর্তা আছিয়া নীলা, এটুআইয়ের প্রোগ্রাম স্পেশালিস্ট মানিক মাহমুদ। 

প্যানেল ডিসকাশন পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক মো. গোলাম সরওয়ার। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন অ্যাকশনিস্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আ. ন. ম. ফখরুল আমিন ফরহাদ।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন