হোম > সারা দেশ > ঢাকা

পরিবেশের চিন্তায় প্লাস্টিকের বোতল দিয়ে তিনি গড়লেন ‘ভালোবাসা’র নৌকা

পরিত্যক্ত ও ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল দিয়ে জাতীয় পতাকার আদলে লাল-সবুজ রঙের নৌকা তৈরি করা হয়েছে। প্লাস্টিকের বোতল যত্রতত্র ফেলার কারণে পরিবেশের অনেক ক্ষতি হচ্ছে। এমন চিন্তা মাথা নিয়ে মো. সিরাজুল ইসলাম সিরাজ (২৭) নামে এক পেইন্টার ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল দিয়ে জাতীয় পতাকার আদলে তৈরি করেন নৌকা।। নৌকা তৈরির পর তা শীতলক্ষ্যা নদীতে ভাসানো হয়েছে। তা দেখতে শীতলক্ষ্যা নদীর তীরে ভিড় করছেন সাধারণ মানুষজন। 

সিরাজুল ইসলাম কুমিল্লার হোমনা উপজেলার রফিকুল ইসলামের ছেলে। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী এলাকায় বসবাস করেন। পেইন্টিংয়ের কাজ করেন তিনি। 

জানা গেছে, সিরাজুল ইসলাম বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা বিভিন্ন রঙের প্রায় আড়াই হাজার প্লাস্টিকের বোতল দিয়ে ৫ হাত প্রস্থ ও ১২ হাত লম্বা জাতীয় পতাকার আদলে একটি নৌকা তৈরি করেছেন। নৌকাটি তৈরি করতে সময় লেগেছে তিন মাস। সেটিতে এক সঙ্গে ১৫ জন যাত্রী ওঠাতে পারেন। নৌকাটি শীতলক্ষ্যা নদীতে আনার পর স্থানীয় বাসিন্দারা তা দেখতে বরমী খেয়াঘাটে ভিড় করছেন। অনেকেই শখের বসে পরিবারের সদস্যদের নিয়ে ওই নৌকায় করে ঘুরছেন। 

বরমী ইউনিয়ন ঠাকুরতলা গ্রামের বাসিন্দা আকরাম হোসেন বলেন, ‘স্ত্রী-সন্তানকে নিয়ে লাল-সবুজ রঙের বোতল দিয়ে তৈরি করা নৌকা দেখতে এসেছি। সবাইকে নিয়ে নৌকা চড়েছি। এতে খুব ভালো লেগেছে।’ 

বরমী বাজারের ব্যবসায়ী রবীন্দ্র লাল বলেন, ‘সিরাজুলের এমন একটি ব্যতিক্রমী উদ্যোগ দেখে প্রশংসা না করে পারলাম না। আশপাশের অনেক মানুষ নৌকাটি দেখতে শীতলক্ষ্যা নদীর তীরে ভিড় করছেন।’ 

এ বিষয়ে সিরাজুল ইসলাম বলেন, ‘আমরা বিভিন্ন সময় প্লাস্টিকের বোতল ফেলে পরিবেশ দূষণ করি। তা দেখে আমার মাথায় ঘুরতে থাকে যে ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল দিয়ে কী করা যায়। একই সঙ্গে নৌকার প্রতি ভালোবাসা থেকে শুরু করি নৌকা বানানোর কাজ। শুরুতে একটু সমস্যা হলেও পর্যায়ক্রমে তা সহজ হতে থাকে। পরে আমি ৬০ টাকা কেজি দরে বিভিন্ন জায়গা থেকে ১২০ কেজি বোতল কিনে আনি। নৌকাটি তৈরি করতে ছোটবড় বিভিন্ন রঙের বোতলের প্রয়োজন হয়েছে। নৌকাটি তৈরি করতে আমার সময় লেগেছে প্রায় ৩ মাস।’ 

সিরাজুল ইসলাম আরও বলেন, নৌকাটি শীতলক্ষ্যা নদীর বরমী খেয়াঘাটে আনার সঙ্গে সঙ্গেই সাধারণ মানুষজন তা দেখতে ভিড় করেন। পাশাপাশি অনেক মানুষ তাঁদের স্ত্রী-সন্তান নিয়ে নৌকায় করে ঘোরাঘুরি করছেন। 

পরিবেশ নিয়ে কাজ করা রসায়নবিদ সাঈদ চৌধুরী বলেন, পরিবেশ রক্ষায় সিরাজুলের এমন ক্ষুদ্র প্রচেষ্টা থেকে বৃহৎ কিছু সৃষ্টি হতে পারে। প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি নৌকাটি দেখতে যেমন সুন্দর, তেমনি পরিবেশের জন্যও উপকারী। এমন উদ্যোগ অব্যাহত থাকলে প্লাস্টিকের বোতল কখনো পরিত্যক্ত অবস্থায় থাকবে না। এমন পদক্ষেপ পরিবেশের জন্য ভালো কিছু বয়ে আনবে। 

এ ব্যাপারে বরমী বাজার বণিক সমিতির সভাপতি আবুল হাসেম বলেন, ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি করা নৌকা দেখতে অনেক মানুষ আসছেন। আমি নিজেও সেটি দেখতে গিয়েছিলাম। এটি চমৎকার একটি শিল্পকর্ম। 

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের